দ্♓বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন🌌্ত রাজধানীর সিদ্ধেশ্বরীর ভিকারুননিসা নূন স্কুলের দুই কেন্দ্রে ভোট পড়েছে ২৭টি।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা হতে ভোটগ্রহণ শুর🎉ু হয়।
ইসি সূত্রে জানা গেছে, ভিকারুননিসা নূন স্কু༺লের দুই কেন্দ্রে পুরুষ ভোটারের সংখ্যা দুই হাজার ৮৩৭। নারী ভোটার দুই হাজার ৯২৭।
ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাহাউদ্দিন নাছিম। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন লাঙ্গল ও সোনালি আঁ🐲শ প্রতীকসহ ৯ প্রার্থী। ভোটকেন্দ্র দুটিতে নৌকার প্রার্থীর পোলিং এজেন্টের উপস্থিতি দেখ꧒া গেলেও অন্য প্রার্থীদের পোলিং এজেন্টের উপস্থিতি দেখা যায়নি।
এক নির্বাচনী অফিসারের সঙ্গে কথা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলে෴ন, “নির্বাচন কমিশন থেকে নির্দেশনা রয়েছে, দুই ঘণ্টা পর পর আ🤪মরা এর আপডেট নির্বাচন কমিশনকে জানাব।”
ভিকারুননিসায় নারী কেন্দ্রের প্🅘রিসাইডিং অফিসার মো. শাহিন বলেন, “ভোটকেন্দ্রে পরিবেশ খুবই ভালো। ভোটগ্রহণের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান। তবে ভোটারের উপস্থিতি তুলনামূলক কম। সকাল বলেই হয়তো উপস্থিতি কম। আমরা আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।”
এদিকে ভিকারুননিসা স্কুলে൩র দুটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে বিদেশি পর্যবেক্ষক স্কটিশ পার্লামেন্ট মেম্বার মার্টিন ডে সাংবাদিকদের বলেন, “পরিবেশ খুবই ভালো। তবে ভোটারের উপস্থিতি যথেষ্ট নয়।”