ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মা🗹র্টের অফিস বন্ধ থাকলেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মঞ্জুর আলম শিকদার।
বৃহস্পতিবার (২ ডি🧔সেম্বর) দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেস🌄বুক পেজে লাইভে এসে এ তথ্য জানান তিনি।
আলেশা মার্টের চেয়ারম্যান বলেন, “আমাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন অবস্থা ও পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা ꧅যতই চেষ্টা করছি, ততই আমাদেরকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। আমরা একমাত্র ই-কমার্স যারা এখনো চেষ্টা করছি কম-বেশি মানুষের টাকা দেওয়ার জন্য। আমাদের উদ্দেশ্য সব সময় ভালো ছিল।”
এ সময় নিজেদের ব্যর্থতা আছে স্বীকার করে মো. মঞ্জুর আলম শিকদার বলেন, “সেটাকে আমাদের ওভারকাম করতে হবে। একটা ভুল করেছি, এখন সেটাকে শুধরানোর চেষ্টা করছি। সেই শুধরানোর সুযোগ কেন আমাদেরকে দেওয়া হবে না। যতই ষড়যন্ত্র হোক, আমাদে𝕴র ফুল অপারেশন চলবে। যদি অফিস বন্ধ থাকে তবু আমাদের কোনো কার্যক্রম আমরা বন্ধ রাখব না। আমাদের লোকজন আপনাদের বাসায় যাবে, আপনাদের এসএমএস দেবে এবং প্রতিনিয়ত আপনাদের সঙ্গে যোগাযোগ থাক🔯বে।”
এর আগে বুধবার (১ ডিসেম্বর) রাত ৩টায় প্রতিষ্ঠানটির ভেরিফ🍰াইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে আলেশা মার্ট তাদের আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে।