চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবꦐার (৩০ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩১টি কোম্পানি। এসব 𝔉কোম্পানির ৪৭ কোটি ৪৪ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর তথ্যমতে, কোম্পানিগ💛ুলোর মোট ৭৭ লাখ ৮𒉰 হাজার ১৭২টি শেয়ার ৬২ বার হাতবদল হয়েছে।
এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ১৫ লাখ টা𒁃কার বেশি শেয়ার লেনদেন করেছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড, যা ২টি ট্রেডে ১০ লাখ ৫০ হাজার-টি শেয়ার হাতবদল হয়েছে।
অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকারಌღ বেশি শেয়ার। একটি ট্রেডে হাতবদল হয়েছে ২৩ হাজার ৪০০টি শেয়ার।