রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ইয়াবা, ২০ কেজি গাঁজ꧒া, ৩০০ বোতল ফেন্সিডিল, ৫০ বোতল এসকাফ উদ্ধার করা হয়।
রোববার (১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জন෴সংযোগ ও গণমাধ্যম বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
আটককৃতরা হলেন- ▨হলেন-মো. তারিকুজ্জামান, মো. রায়হানুল আলম, মো. ইয়াসিন, মোছা. সুলতানা রাজিয়া শেফুল, মোহাম্মদ জুয়েল মিয়া এবং মো. মানিক মিয়া।
মো𓄧. ফারুক হোসেন বলেন, “রাজধানীর পল্টন, হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদဣ্ধে সংশ্লিষ্ট থানায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।