দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ন𒊎ির্বাচন কমিশন। ২০২৩ সালের ডিসেম্বরে তফসিল ও ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ ﷽সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়🍨।
অসুস্থ থাকার কারণে সিইসি অনুষ্ঠানে উপস্থি🙈ত থাকতে পারেননি বলে বক্তব্যে জানিয়েছেন নির্বাচন কমিশ♌নার আহসান হাবিব।
আহসান হাবিব তার বক্তব্যে বলেন, “রোডম্যাপের একমাত্র উদ্দেশ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, 🐼গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা।”
ভোটের সোয়া বছর আগেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ 🐈করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এতে নির্বাচনের যাবতীয় পরিকল্পনা উল্লেখ থাকবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।