দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অংশীজনের সঙ্গে ইসি যে সংলাপ করছে, তা অর্থহীন নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হা🔥বিবুল আউয়াল।
সো🙈মবার (১৮ এপ্রিল) ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ সাংবাদিকদဣের সঙ্গে সংলাপে এ মন্তব্য করেন তিনি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, “কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, সেটা জোর করা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। তবে কমিশনের দায়িত্ব থাকবে সবাইকে নির্বাচনে অংশ নিতে আহ্বান জানানো। সব দল নির্বাচনে অংশ না নিলে তা প্রতিদ🍌্বন্দ্বিতাপূর্ণ হবে না। গণতন্ত্র বিকশিত হবে না।”
সংলাপে অংশ নেওয়া ইলেকট্রনিক গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকেরা জাতীয় নির্বাচন সামনে রেখে তাদের মতামত ও পরামর্শ෴ তুলে ধরেন।
সংলাপে দেশের বিভিন💞্ন ইলেকট্রনিক গণমাধ্যমের প্রধান নির্বাহী কর্মকর্তা, হেড অব নিউজ, প্রধান বার্তা সম্পাদক, বার্তা সম্পাদকসহ ৩৮ জন জ্য🐟েষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়।
আজকের আগে শিক্ষাবিদ, দেশের বিশিষ্ট নাগরিক এবং পত্রিকার সম্পাদক ও জ্যে💎ষ্ঠ সাং🥀বাদিকদের সঙ্গে সংলাপ করেছিল নির্বাচন কমিশন।