• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নববিবাহিত নারীদের কোন বিষয়ে আগ্রহ বেশি থাকে?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২২, ০৫:০৬ পিএম
নববিবাহিত নারীদের কোন বিষয়ে আগ্রহ বেশি থাকে?

নতুন বিয়ে করেಌছেন। সঙ্গীর প্রতি আগ্রহের শেষ নেই। প্রেমের বিয়ে হোক কিংবা পরিবারের পক্ষ থেকে ঠিক করা বিয়ে, নতুন সংসারের পর সবকিছুই পারফেক্ট করার তাগিদ থাকে। মেয়েরা এই বিষয়ে একটু বেশিই সচেতন হয়। সংসারকে গুছিয়ে নেওয়া, মানিয়ে চলা সবকিছুতেই থাকে চ্যালেঞ্জ। তাই অনেক অজানাকে জানার চেষ্টাও করেন এই সময়। কারো সঙ্গে শেয়ার করতেও দ্বিধা থাকে। অবশেষে  গুগলের সান্নিধ্যে যান নারীরা। 

বিশ্বের অন্যতম সার্চ ইঞ্জিন গুগল। সম্প্রতি গুগলের সার্চ ইঞ্জিনে সর্ꦛবাধিক অনুসন্ধানের বিষয়ে সমীক্ষা চালানো হয়। যেখানে উঠে আসে নববিবাহিত নারীদের সবচেয়ে আগ্রহের বিষয়টি। যা তারা সবচেয়ে বেশি অনুসন্ধান করেছেন গুগলে।

মজাদার এই সমীক্ষাটি করা হয়, নববিবাহিত নারীরা  কোন বিষয়ে বেশি আগ্রহ দেখান আর গুগল অনুসন্ধানে কোন  প্রশ্নটাই বেশি রাখেন। গুগলের সার্চ হিস্ট্রির তথ্য মতে, নববিবা𒐪হিত নারীরা সাধারণত স্বামীর মনের মতো কীভাবে হওয়া যায় তার কৌশলই বেশ🐠ি অনুসন্ধান করেন গুগলে।

সমীক্ষায় জানা যায়, নববিবাহিত নারীরা ꦕস্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার কৌশল জানতে বেশ আগ্রহী। স্বামীর মন বোঝার উপায় কী কী হতে পারে তা নিয়েই কৌতুহল বেশি থাকে। 

গবেষণায় আরও উঠে আসে, বিয়ের পর সন্তান ধারণের উপযুক্ত সময় কখন তা জানতেও নারীরা গুগল অনুসন্ধান করেন। সন্তান-ধারণ নিয়ে🔴 নারীদের 🌊মধ্যে আলাদা উত্তেজনা থাকে। যার উত্তর খুঁজতে গুগলের শরণাপন্ন হন।

এছাড়া সমীক্ষার♋ তথ্যে আরও জানা যায়, নারীরা গুগল সার্টে জানার চেষ্টা করেন, নতুন পরিবারে তাদের আচরণ কেমন হওয়া উচিত, কীভাবে তারা সেই পরিবারের সদস্য হয়ে উঠবেন।

সমীক্ষা শেষে গবেষকরা বলেন, নারীরা বিয়ের পর নতুন পরিবেশে যায়। আশপাশে অচেনা মানুষ থাকে। তাদের বুঝতে ও তাদের সঙ্গে মানিয়ে চলতে বেশ খানিকটꦏা সময় লেগে যায়। স্বামীর সঙ্গে সুসম্পর্কের বিষয়ে নারীরা বেশি আন্তরিক থাকে। এরপর একে একে সবার সঙ্গে মিলেমিশে যায়। তাই নতুন ব♕িয়ের পরই সহজ উপায়গুলো খুঁজতে এবং জানতে নারীরা গুগলের কাছে নানাদিক নিয়ে অনুসন্ধান করেন। বিষয়টি সাধারণ হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।

 

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Link copied!