ব্যাংকার্স সিলেকশন কমিটি তিন ব্যাংকের দুই পরীক্ষা অনিব𝓀ার্য কারণে স্থগিত করা ꦦহয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ🧸্তিতে বলা হয়, ১৩ নভেম্বরের (শনিবার) সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের সিনিয়র অফিসার (আইটি) পদের পরীক্ষা এবংꩲ ২০ নভেম্বরের (শনিবার) জনতা ও সোনালী ব্যাংকের অ্যাসিসট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদে এবং ব্যাংকার্স সিলেকশন কমিটি কর্💙তৃক অনুষ্ঠিতব্য প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসার (জেনারেল) পদে নিয়োগ পরীক্ষা শুক্রবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।