• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গ্যাসের পাইকারি দাম বেড়েছে ইউরোপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৩:১৬ পিএম
গ্যাসের পাইকারি দাম বেড়েছে ইউরোপে

ইউরোপে গ্যাস সরবরাহকারী প্রধান পাইপলাইনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে রাশিয়া। এর প🔜্রভাবে পুরো ইউরোপে গ্যাসের পাইকারি দাম আকাশ ছুঁয়েছে। যার কারণে দাম বাড়ছে🔯 সব ধরনের পণ্যের।

স্কাই নিউজ জানায়, শীতের আগেই গ্যাসের দাম এভাবে বাড়তে থাকলে শীতের সময় ইউরোপের অর্থনীতি🦩তে আরও বড় আঘাত আসতে পারে বলে ধা⛦রণা করছেন বিশ্লেষকেরা।

জার্মানিতে নর্ডস্ট্রিমের ১ নম্বর পাইপলাইনটি বন্ধ করে দেওয়া🥂য় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 🔥রাশিয়া বলছে রক্ষণাবেক্ষণ কাজের সময় টারবাইনে সমস্যা পাওয়া গেছে। এ কারণেই বন্ধ আছে লাইনটি।

তবে ইউরোপিয়ান সরকারগুলো বলছে প্♛রতিশোধ নেওয়ার জন্যই এমন করছে রাশিয়া। সোমবার বাজার চালু হওয়ার পরেই গ্যাস বন্ধের প্রভাব দেখা যাচ্ছে🌱।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপে গ্যাসের দাম গত শনিবার পর্যন্ত ৪০০ শতাংশ বেড়েছে। নর্ডস্ট্রিমের ১ নং পাইপলাইনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ায়ไ সোমবারে গ্যাসের দাম এক লাফে আরও💖 ৩০ শতাংশ বেড়ে গেছে।

রাশিয়ার সিদ্ধান্তে ভ✅ুগছে ইউরোপের শেয়ারবাজারও। এখন পর্যন্ত ২ শতাংশ দরপতন ঘটেছে সেখানে।

ইউরোপে আসা রাশিয়ার গ্যাসের এক-তৃতীয়াংশ আসে এই পা𒐪ইপলাইন দিয়ে। এটি বন্ধ হওয়ায় গ্যাস সরবরাহ অনেক কꦇমে গেছে এবং জ্বালানিনির্ভর শিল্পগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে।

উৎপাদকরা বলছেন, গ্যাসের দাম অতিমাত্রায় বাড়ার কারণে তা🍸দের উৎপাদন কমে গেছে। ফলে তারা কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছেন।

এদিকে পরিস্থিতি সামলাতে জার্মা��নি ইতোমধ্যে ৬ হাজার ৪০০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছ♛ে।

🌳অন্যদিকে যুক্তরাজ্য বলছে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি বন্ধ করেছে দেশটি।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার অর্থায়ন বন্ধের প্রয়🦄াসে মস্কোর জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা জোট ও ইউরোপ। তবে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল ইউরোপিয়ান দেশগুলো এখন উভয় সংকটে পড়েছে।

 

 

Link copied!