ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের গ্রান্ড এস্ট অঞ্চলের রাজধানী স্ত্রাসবুরে দুইটি ট্রামের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন যꩲাত্রী আহত হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শ🌄নিবার (১১ জানুয়ারি) স্ত্রাসবুর স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর এএফপির।
🍰স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, চলন্ত ♕একটি ট্রাম হঠাৎ ট্র্যাক পরিবর্তন করে স্টেশনে দাঁড়ানো অপর একটি ট্রামে ধাক্কা দেয়। ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
স𓆉োশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা যাচ্ছে, যাত্রী🥃রা ট্রেনের দরজা ভেঙে ভেতরে আটকে পড়াদের সাহায্য করছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাম দুটির সমস্ত যাত্রীক๊ে সরিয়ে নেওয়া হয়েছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে,🌱 দুর্ঘটনার পর ওই অঞ্চলে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং সংকেত ব্যবস্থায় ত্রুটি নাকি কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখতে একটি🍬 তদন্ত শুরু হয়েছে।