• ঢাকা
  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১১ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


প্রেসিডেন্ট থাকাকালে সবচেয়ে বড় ভুল কী করেছিলেন, জানালেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৪, ০২:১৫ পিএম
প্রেসিডেন্ট থাকাকালে সবচেয়ে বড় ভুল কী করেছিলেন, জানালেন  ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ১ নম্বর পডকাস্টার জো রোগানের সঙ্গে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তিন ঘণ্টার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। বিস্তৃত পরিসরের এই সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট🍬্রাম্প নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। এর মধ্যে ট্রাম্পের হোয়াইট হাউসের কার্যকালের ‘সবচেয়ে বড় ভুলের’ প্রসঙ্গ আছে।

শুক্রবার (২৫ অক্টো💙বর) এই আয়োজনে ট্রাম্প ও রোগান ‘আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ’–এ নিজেদের অভিন্ন আগ্রহ নিয়ে কথা বলেছেন। তারা কথা বলেছেন ইলন মাস্কসহ অন্যান্য পারস্পরিক বন্ধুদের ��নিয়ে। 

দুই বছর আগে ট্রাম্পকে ‘গণতন্ত্রের অস্তিত্ꦅবের জন্য হুমকি’ হিসেবে বর্ণনা করেছিলেন রোগান। এমনকি তিনি তাঁর পডকাস্ট শোতে ট্রাম্পকে আনতে পর্যন্ত অস্বীকৃতি জানিয়েছিলেন। তবে এই আয়োজনে দুজনের মনোভাব বন্ধুত্বপূর্ণ বলে প্রতীয়মান হয়েছে।

রিপাবলিকানও প্রচারশিবির আশা করছে, এই সাক্ষাৎকার মার্ক💮িন পুরুষ ভোটারদের ওপর ট্রাম্পের প্রভাবকে সুসংহত করবে। কেননা, রোগানের শ্রোতাদের মূল অংশই পুরুষ ভোটার।

ট্রাম্প তার প্রেসিডেন্টের দায়িত্বকালে (২০১৭-২১) ‘সবচেয়ে বড় ভুল’ কী করেছিল🎐েন, সে বিষয়ে সাক্ষাৎকারে বলেন, “আমি এমন কিছু লোককে বেছে নিয়েছিলাম, যাঁদের বাছাই করা আমার উচিত হয়নি।”

বাছাই করা লোকদের সম্পর্কে ট্রাম্প বলেন, নব্🍒যরক্ষণশীল ব🎉া খারাপ মানুষ বা অবিশ্বস্ত মানুষ।

এ প্রসঙ্গে ট্রাম্প তার প্রশাসনের কর্মকর্তা জন কেলির নাম উল্লেখ করেন। তিনি হোয়াইট হাউসের চিফ অব স্টাফ ছিলেন। কেলিকে উৎপীড়ক, দুর্বল ব্যক্﷽তি হিসেবে বর্ণনা করেন ট্রাম্প।

গত সপ্তাহে নিউইয়র্ক টাইমসকে কেলি বলেছꦯিলেন, তিনি মনে করেন, তার সাবেক বসের (ট্রাম্প) মধ্যে ফ্যাসিবাদী প্রবণতা আ🅷ছে।

সাক্ষাৎকারে ট্রাম্প তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ‘একজন বোকা’ হিসেবে বর্ণনা করেন। তবে তিনি বলেন, এ ধরনের লোক মাঝেমধ্যে দরকারি হন। তিনি একটি নির্দিষ্ট উপ𝓀ায়ে ভালো ছিলেন।

Link copied!