লেওতোবি লাকি-লাকি আগ্নেয় পর্বতের আশপাশের এলাকা থেকে দুই হাজার𝓀েরও বেশি বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইন্দোনেশিয়ার স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার বার্তাসংস্থা এএফপিকে তথ্যটি নিশ𓃲্চিত করেছেন দেশটির এক কর্মকর্তা বেনেডিক্টাস বলিবাপা হেরিন।
এই কর্মকর্তা জানিয়েছেন, গত সোমবার থেকে দক্ষিণপূর্ব এ𓄧শিয়ার এই দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের লেওতোবি লাকি-লাকি নামের একটি আগ্নেয়পর্বত সক্রিয় হয়ে ওঠে। পর্বতটিতে সেদিন থেকেই শুরু হয় অগ্ন্যুৎপাত।
দেশটির সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি🍒) জানিয়েছে, অগ্নুৎপাতের কারণে🏅 নির্গত ছাই লেওতোবি লাকি-লাকি পর্বতটির জ্বালামুখ থেকে ৪ হাজার ৮০০ ফুট (১ দশমিক ৫ কিলোমিটার) পর্যন্ত উপরে উঠেছে।
গত সোমবার পিভিএমবিজি এক ✃বিবৃতিতে জানিয়েছে, পর্বতটির দুটি জ্বা🅰লামুখ থেকে নির্গত হচ্ছে লাভা। তারমধ্যে একটি মুখ শনাক্ত করা গেলেও অপরটি এখনো শনাক্ত করা যায়নি।
এএফপিকে দেশটির কর্মকর্তা হেরিন জানান, আগ্নেয়গিরি পুরোপু♓রি সক্রিয় হয়ে ওঠার আগেই পূর্ব নুসা টেংগারা প্রদেশের দুই উপজেলা উলাংগিটাং এবং বুরা থেকে এলাকাবাসীকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। যাদের সংখ্যা প্রায় ২ হাজার।
উলাংগিটাং থেকে ১ হাজার ৯৩১ জন এবং ওবুরা থেকে ৩২৮ জন মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, এসব বাসিন্দারা লেওতোবি ꧙লাকি-লাকি পর্বতের কাছাকাছি বিভিন্ন গ্রামে থাকতেন।
সূত্র : এএফপি