দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বাস পাহাড়ি রাস্তা থেকে পড়ে গিয়ে অন্তত ২৪ জন নিহত হয෴়েছেন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ সেপ্টেমꦰ্বর) বাসটি দেশের 𒅌দক্ষিণ-মধ্য অংশের আয়াকুচো থেকে উত্তরের জুনিন অঞ্চলের রাজধানী হুয়ানকায়োর দিকে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাসটি দুর্ঘটনায় পড়ে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি হুয়ানকাভেলিকায় দুর্𒁏গম পাহাড়ি এলাকায় আছড়ে পড়ার সময় বেশ কয়েকবার উল্টে যায়।
আনকো জেলার মেয়র ম্যানুয়েল জেভালোস পাচেকো গণমাধ্যম আরপিপিকে বলেন, বাসটি কমপক্ষে ১৫০ মিটার ও🤡পর থেকে পড়েছিল।
আয়াকুচোর 🌜আঞ্চলিক সরকার জানিয়েছে যে তারা হুয়ান্টা সাপোর্ট হাসপাতালে ১১ জন আহত যাত্রীকে পাঠিয়েছে। দেশটির সংবাদপত্র লা রিপাব💎লিকা জানিয়েছে, এ দুর্ঘটনায় ৩৬ জনের মতো আহত হয়েছেন।
পেরুর পরিবহন কর্তৃপক্ষ সুট্রান সোমবার এক বিবৃতিতে নিহতদের জন্য সমবেদনা জানিয়েছে। তারা এ ঘটন𝔍ায় তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছে।
সুট্রান বিবৃতিতে আরও জানায়, প্রাথমিক তদন্ত অনুযায়ী বাসটির যাত্রী পরিবহনের য♍থাযথ অনুম🐻োদন ছিল। এটির বাধ্যতামূলক দুর্ঘটনা বীমা ছিল এবং বাসটি যানবাহন পরিদর্শন (ইন্সপেকশন) পাস করেছিল।
বাস রু🍸ট পরিচালনাকারী সংস্থা মোলিনা ইউনিয়ন সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে মৃতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেছে।
সোমবারের দুর্ঘটনাটি পেরুর সড়কপথে সর্বশেষ মারাত্মক ঘট🌠না। দুর্ঘটনাগুলোর বেশিরভাগ আন্দিজ পর্বতমালার খাড়া ভূখণ্ডে হয়েছে।
এ𝄹র আগে, জানুয়ারিতে ৬০জন যাত্রী বহনকারী একটি বাস উত্তর পেরুর একটি পাহাড় থেকে পড়ে যায়। এতে কমপক্ষে ২৪ জন যাত্রী নিহত হয়।