আফগানিস্তানের রাজধানী কাবুলে তিন টন মাদক ও ২২ হাজার লিটার মদ ধ্বংস করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী বিভাগ। বুধবার ꦜ(২৪ এপ্রিল) এসব মাদক ধ্বংস করা হয় বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিচালক আহমাদুল্লাহ আহমাদি।
মাদকবিরোধী অভিযান সম্পর🥃্কে আহমাদুল্লাহ আহমাদি বলেন, কাবুলসহ কয়েকটি প্রদেশ থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এসব ঘটনায় ৯ হাজার জনকে আটক করা হয়েছে। ৩৭৯ কেজি আফিম ও ৬৩৫ কেজি হেরোইন পোড়ানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেন, “আফগানিস্তানে মাদক চাষ ও উৎপাদন শূন্যের কোঠায় পৌঁছেছে। এটি সম্পূর্ণღ নির্মূল করতে প্রাদেশিক সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। আমরা কঠোর পদক্ষেপ নেব।”