ভারতের হিমালয়ে তুষার ধসে নিহত হয়েছেন ১০ পর্বতারোহী, নিখোঁজ আছেন আরও অনেকে। বিবিসি জানায়, এক পর্বতারোহী দলের ওপওর তুষ♛ার ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
৩৪ জন প্রশিক্ষণা🤡র্থী ও ৭ জন প্রশিক্ষকের একটি দল পাহাড়ের চূড়া থেকে নিচে নামার সময় তুষারের আঘাতের মুখে পড়ে। ভারতের উত্ত🍃রাখন্ড রাজ্যের উত্তরাঞ্চলের এই ঘটনায় উদ্ধার হয়েছে ১৪ জন, নিখোঁজ আছে আরও প্রায় ২০ জন।
ধারণা করা হচ্ছে তুষারের সাথে তারা পাহাড়ের ফাটলে ভেসে গেছেন। উদ্ধারকাꦫজে এগিয়ে এসেছে ভারতের বিমানবাহিনী। তবে বৃষ্টি আর তুষারপাতের কারণে কিছু সময় বন্ধ রাখতে হয়েছিল উদ্ধার অভিযান।
উত্তরাখন্ডের পুলিশ প্রধান অশো𝔍ক কুমার বলেন, “🍬আবহাওয়া পরিষ্কার হওয়ার পর আমরা পুনরায় উদ্ধারকাজে নেমেছি। এখন পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করা গেছে।”
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনꦓায় শোক প্রকাশ করেছেন।