চীনে করোনা আক্রান্তদের পুনর্বাসন কেন্দ্রের একটি রোগী বহনকারী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আরোহীদের মধ্যে ২৭ জনের মৃত্যু 🃏হয়েছে।
বিবিসি জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ♔ুইঝো প্রদেশের একটি সড়কে এ💎ই দুর্ঘটনা ঘটে। এসময় আহত হন আরও ২০ জন।
স্থানীয় সময় রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়ন💞ি।
এই দুর্ঘটনার কারণে চীনের ‘জিরো-কোভিড’ নীতি ব্যাপক সমালোচনার মুখে পড়𒁏েছে। অনলাইন মাধ্যমগুলোতেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দেশটি♌তে করোনা আক্রান্তদের গণপরীক্ষার পাশাপাশি তাদের সংস্পর্শে আসা সবাইকে বাড়িতে বা পুনর্বাসন কেন্দ্রে আলাদা রাখা হয়। অনেকক্ষেত্রে মাত্র কয🐽়েকনের করোনা আক্রান্তের ঘটনায় শহরজুড়ে লকডাউন দেওয়া হয়।
দুর্ঘটনার পর চীনা সামাজিক মাধ্যম উইচ্যাটে অনেকেই মন্তব্য করে বলেন, “আমরা সবাই সেই বাসেরই যাত্রী।” 🌄জিরো কোভিড নীতি বন্ধেরও আহ্বান জানান অনেকে।
গুইঝো প্রদেশটি🐬তে বর্তমানে করোনা সংক্রমণের🐼 ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শনিবার সেখানে নতুন করে আক্রান্ত হন ৭১২ জন। যা চীনের জন্য মোট দৈনিক সংক্রমণের প্রায় ৭০ শতাংশ।