ব্রাজিলের আমাজন জঙ্গলে নিখোঁজ ব্রিটিশ সাংবাদিক✃ ও তার সঙ্গী ব্রাজিলীয় আদিবাসী বিশেষজ্ঞকে হত্যা করার কথা স্বীকার করেছেন স্থানীয় এক জেলে।
ওয়াশিংটন পোস্ট জানায়, তদন্ত কর্মকর্তারা হত্যাকারীর সঙ্গে একটি নিরিবিলি স্থানে নিয়ে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। আমাজন রেইনফরেস্টের জাভারি উপত্যকায় তাদের হত্যা করে ওই ব্যক্তি। স্থানীয় সময় বুধবার সন্ধ্♏যায় পুলিশ এসব তথ্য জানায়।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের🥀 ব্রাজিলের প্রত🌱িবেদক ও ওয়াশিংটন পোস্টের সাবেক চুক্তিভিত্তিক লেখক ছিলেন ডোম ফিলিপস। আর ব্রাজিলের আদিবাসীবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন ব্রুনো পেরেরা।
এই সাংবাদিক ও সরকারি কর্মকর্তা অ্যামাজনে আদিবাসীদের ঘরছাড়া করা ও বন উজাড় করার বিষয়ে ধারাবাহ🗹িকভাবে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন। তাই ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণেই তাদের হত্যা করা হয়েছে। এ দুজনই আদিবাসী গ্রুপের পক্ষ থেকে হত্যার হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
হত্যাকারী জানায় এ মাসের শুরুতে নদীর তীরে জনবসতিহীন এলাকায় তাদের ওপর আক্রমণ চালায় সে। আতালিয়া দো নর্তে শহরের 💯কাছে তাদের লাඣশ লুকিয়ে রাখে সে।
পুলিশ জানায় সন্দেহভাজন হত্যাকারীর নাম আমিরিল্ডো দা কস্তা ডি অলিভেইরা (৪১)। তিনি ব্রুনো পেরেরাকে আগেও হত্যার হুমকি দিয়েছেন বলে ꦇজানা গেছে।