• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আলোচনায় থাকতে পছন্দ করেন জায়েদ খান!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৩, ০৪:৪৫ পিএম
আলোচনায় থাকতে পছন্দ করেন জায়েদ খান!
ছবি : সংগৃহীত

আলোচিত অভিনেতা জায়েদ খান। কাজের থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয়ে মন্তব🤪্য করে চর্চায় থাকেন তিনি। বেসুরো গলায় গান কিংবা নারী ভক্তদের নিয়ে মন্তব্য করে শিরোনামে থাকেন। কিন্তু জায়েদ খানের সর্বশেষ সিনেমা কবে মুক্তি পেয়েছে আপনি জানেন? ২০১৭ সালের ১৫ ডিসেম্বর, খাতা কলমের হিসাবে আজ থেকে দুই হাজার ৮২ দিন আগে। সিনেমার নাম ‘অন্তর জ্বালা’, নায়িকা ছিলেন পরীমণি।

এতদিন সিনেমার বাইরে থেকেও দিব্বি আলোচনায় আছেন সমালোচি❀ত এই নায়ক। আগে আলোচনায় ছিলেন শিল্পী সমিতির কল্যাণে। পদ জটিলতার পর জায়েদ খান আলোচনায়♔ থাকার কৌশল ধরেছেন, নিজেকে নিয়ে ‘অবাস্তব’ মন্তব্য করে।

জায়েদ খানের সাম্প্রতিক বক্তব্যে বেশ বিরক্ত ♒নেটিজনদের একাংশ, এক আইনজীবী আইনি নোটিশও দিয়েছেন তাকে। নেটিজেনদের একাংশ এটাও বলছেন, বেকার এই নায়ক সমিতির পদ হারানো পর হাস্যকর কথাবার্তা বলে আলোচনা ﷺথাকার চেষ্টা করে যাচ্ছেন।

এই সমালোচনার উত্তরও দিয়েছেন নায়ক। সম্প্রতি আপ♊নার হাতে সিনেমা নেই। তারপরও কীভ𓆏াবে এত আলোচনায় থাকেন?

এমন প্রশ্নের জবাবে জায়েদ খানের🦋 উত্তর, ‘আমার সিনেমা নেই, এই কথা কে বলেছে আপনাকে? ‘সোনার চর’ সিনেমাটি কি আপনি করেছেন? হ্যাঁ, এটা ঠিক অনেক দꦡিন আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। ইতোমধ্যে ‘বাহাদুরী’ সিনেমার কাজ শেষ করেছি। ‘সোনার চর’ সিনেমার ডাবিং শেষ করেছি। সামনেই মুক্তি পাচ্ছে সিনেমাগুলো।’

যদিও গেল ৩০ জুলাই নিজের জন্মদিনে  জায়েদ খান বলেছিলেন, ‘আগামী সপ্তাহে আমি আমার ভক্তদের একটি চমক দিব।’ﷺ এরপর একাধিক সপ্তাহ পেরিয়ে গেলেও সেই চমক অধরা রেখেছেন জায়েদ খান।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!