দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সꦐানাই মাহবু🙈ব। আবু সালেহ মুসা নামে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন তিনি। তবে সানাইয়ের এক স্ট্যাটাসকে ঘিরে ভক্তদের মনে দেখা দিয়েছে শঙ্কা।
রোববার (২১ মে) সানাই নিজেই তার ভেরিফাইড ফেজবুক পেজে লিখেছেন, “বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলো জীবনের অংশ এবং সব দোষ যে মেয়েদেরই এমনটাও ভাবার কিছুই নাই রে ভাই। স্বামী-স্ত্রী উভয়ের কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খুজে লাভ কি? যাই হোক জীবন এমন🐷ই।”
এই পোস্টকে কেন্দ্র করে ভক্তদের মধ্💖যে নানা শঙ্কা শুরু হয়েছে। অনেকꦫেই কমেন্টে হঠাৎ এমন পোস্টের কারণ জানতে চেয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করার কারণে একসময় ব্যাপক সমালোচিত ছিলেন সানাই। মডেলিংয়ের﷽ মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন তিনি। বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওতে দে𒆙খা গেছে তাকে। সর্বশেষ ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ নামক দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে সিনেমা দুটি এখনো মুক্তি পায়নি।
অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারඣিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন সানাই। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান তিনি।