• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাবার মৃত্যুতে অশ্রুসিক্ত রাইমা, ‘শেষ সময় পাশে থাকতে পারলাম না’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৫:৫৩ পিএম
বাবার মৃত্যুতে অশ্রুসিক্ত রাইমা, ‘শেষ সময় পাশে থাকতে পারলাম না’
রাইমা সেন। ছবি: সংগৃহীত

ভারতের বরেণ্য 𒁏অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা মঙ্গলবার (১৯ নভেম্বর) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে কলকাতায় তার নিজ বা🥀সভবনে মারা গেছেন।

মৃত্যুর সময় স্ত্রী মুনমুন আর কন্যা রা🐭ইমা সে𝓀 সময় ভরতের পাশে ছিলেন না। মা ও মেয়ে দুজনই কাজের সূত্রে দিল্লিতে ছিলেন। মৃত্যুর সময় বাবার পাশে ছিলেন ছোট মেয়ে রিয়া। বাবার মৃত্যুর খবর পেয়ে কলকাতায় ফেরেন রাইমা।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন রাইমা ও মুনমুন। কলকাতার গণমাধ্যমে রাইমা বলেন, ‘বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছি। সবাইকে আগলে রাখতেন। আমাদের জ𝓡ীবনটাই বদলে যাব🌺ে।’

বᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚাবার মৃত্যুতে শোকে বিহ্বল রাইমা আরও বলেন, ‘শꦯেষ সময় পাশে থাকতে পারলাম না। বাবাকে খুব মিস করব।’

এর আগে দেওয়া সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছিলেন রাইমা। তিনি বলেন, ‘কল💦কাতায় বাড়িতে মা–বাবার সঙ্গেই বরাবর থাকি। তাই বেশি রাত করে বাড⭕়ি ফেরার আগে দুবার ভাবি।’

রাইমা কেন বিয়ে করছেন না, তা নিয়ে অনেক প্🐓রশ্ন ছিল। প্রাথমিকভাবে তার বাবাও চেয়েছিলেন রাইমা সংসারী হোন। তা নিয়ে দীর্ঘদিন চিন্তিতও ছিলেন ভജরত, জানিয়েছিলেন রাইমা।

কিন্তু পরে তিনিই নাকি বলেছিলেন, ‘তোমার বাড়ি আছে, সচ্ছল অবস্থা, অভিনয়জগতেও নিজের পায়ে দাঁড়াতে পেরেছ, আর কী চাই। বিয়ে করত﷽েই হবে এমন কোনো মানে নেই।’

Link copied!