• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোমাঞ্চকর সিকুয়াল নিয়ে আজ ফিরছেন তাপসী পান্নু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০১:০৩ পিএম
রোমাঞ্চকর সিকুয়াল নিয়ে আজ  ফিরছেন তাপসী পান্নু
ফির আয়ি হাসিন দিলরুবার পোস্টার। ছবি: সংগৃহীত

নেটফ্লিক্সে  শুক্রবার (৯  🔜;আগস্ট) মুক্তি পাচ্ছে তাপসী পান্নু অভিনীত রোমাঞ্চকর গল্পের ওয়েবফিল্ম ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।  এইটি  ‘হাসিন দিলরুবার সিকুয়াল।  সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আগেই  প্রকাশ হয়েছিল সিনেমার ট্রেলার। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছিল আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হচ্ছে এবারের গল্প।

২০২১ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় ‘হাসিন দিলরুবা’। হিন্দি রোমান্𒀰টিক থ্রিলার ঘরানার সিনেমাটি রীতিমত🐠ো ঝড় তুলেছিল। তিন বছর পর আসছে সিনেমার সিকুয়াল ‘ফির আয়ি হাসিন দিলরুবা’।

সিনেমা নিয়ে তাপসী পান্নুবলেন, ‘সিনেমার প্রথম পর্ব দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল। সে কারণে দ্বিতীয় পর্ব নিয়েও আগ্রহ আছে ভক্ত-দর্শকদের। ‘ফির আয়ি হাসিন দিলরুবা’ প্রেম, বিশ্বাসঘাতক🌠তা এবং অপরাধের গল্প বলবে; যা দর্শককে এক অন্যরকম অনুভূতি দেবে বলা চ🔥লে। এই রোমাঞ্চকর গল্প দর্শকদের একটি অবিশ্বাস্য জার্নি উপভোগ করাবে বলা চলে।’

‘ফির আয়ে হাসিন দিলরুবা’ তাপসী পান্নু  ꧂;ছাড়াও অভিনয় করেছেন বিকꦉ্রান্ত ম্যাসি।

ওয়েবফিল্মটি পরিচালনা করেছেন জয়প্রদ দেশাই। চিত্রনাট্যে লিখেছেন কণিকা ধিলন। প্রযোজনা করেছে পরিচালক আনন্দ এল রাইয়ের সংস্থা ইয়েলো।
 

Link copied!