• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


একই হোটেলে রাত কাটাবেন জোলি-পিট!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৪, ০১:২৫ পিএম
একই হোটেলে রাত কাটাবেন জোলি-পিট!
অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ছবি: সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে পুরোনো উৎসব ‘ভেনিস চলচ্চিত্র উৎসব🦹’ শুরু হবে ২৮ আগস্ট।  নানা আয়োজনে সাজছে উৎসব। তবে মজার বিষয় হল এই উৎসব চলাকালীন একই হোটেলে রাত কাটাবেন হলিউডের কিংবদন্তি দুই তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। তারা নতুন সিনেমার প্রচারণার  জন্য সেখানে থাকবেন।

জানা গেছে,  জোলি যাচ্ছেন নিজের সিনেমা ‘মারিয়া’ প্রচার করার জন্য। অপেরা কি𒁃ংবদন্তি মারিয়া ক্যালাসের জীবন কাহিনী নিয়ে বানানো হয়েছে সিনেমাটি। অন্যদিকে ব্র্যাড পিট যাচ্ছেন নিজের সিনেমা ‘উলফস’ প্রচার করতে।

একই সময়ে ভেনিস🌠ে থাকলেও ফেস্ট♛িভ্যালে একসঙ্গে দেখা যাবে না এই দুই জনকে। এই তারকা জুটির মধ্যে চলমান আইনি লড়াইয়ের জন্যই ফেস্টিভ্যালে তাদের সময় আলাদা রাখা হয়েছে।


তবে অনুষ্ঠানে একসঙ্গে দেখা না গেলেও একই হোটেলে থাকবেন তারা।  সিপ্রিয়ানির একই হ💦োটেলে উঠবেন জোলি-পিট।

আট বছর আগে এই দম্পত্তির বিচ্ছেদের পর থেকে একসঙ্গে দেখা যায় না তা🐲দেরকে। ৬ সন্তান নিয়ে লস এঞ্জেলসে বসবাস করেন জোলি।

ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী ২৮ আগস্ট এবং পর্দা নামবে ৭ সেপ্টেম্বর। এবারের উৎসবে প্রধান জুর💛ির দায়িত্ব পালন করবেন বিখ্যাত ফরাসি অভিনেত্রী ইজাবেল হুপার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Link copied!