দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। দেশের একটি গণমাধ্যমকে বিয়ের তথ্যটি নিজেই জানিয়েছে🌃ন।
জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতেই ব﷽িবাহের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন শিলা।
শিরিন শিলা জানান, পরিবারের সম্মতিতেই প্রেমিককে বিয়ে করছেন তিনি। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে বিষয়টি আরও পরে জানাতে চেয়েছি꧟লেন তিনি।
ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, “ভেবেছিলাম কবুল বলে সবাইকে ছবিসহ সুসংবাদটౠা দেবো। কিন্তু সেটা আর হ🌠চ্ছে না। আমাদের পরিচয় দীর্ঘদিনের। দুই পরিবারের আয়োজনেই বিয়ে হচ্ছে।”
শিরিন শিলা আরও বলেন, “আপাতত স্বল্প আয়োজনেই বিয়েটা সম্পন্ন হচ্ছে। পরে ধুমধাম করে আয়োজন করা হবে। আমাদের সম্পর্ক ৬ বছরের। মজার বিষয় হলো ৬ বছর আগে ১০ অক্ট🔥োবরে আমাদের পরিচয় হয়। আর এই ১০ অক্টোবরে আমরা বিয়ে করছি।”
শিরিন শিলার প্রেমিকের নাম আবিদুল মোহাইমিন সাজিল। পেশায় ফার্মাসিস্ট। সাজিলের বাড়ি ভ💝ৈরবে। তিনি নর্থ𓆏 সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসির ওপর গ্র্যাজুয়েশন করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্র্যাভেল এজেন্সির সঙ্গে যুক্ত আছেন।
যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখয𓄧োগ্য সিনেমায় কাজ করেননি শিলা। তবে ক্যারিয়ারে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সবসময়ই আলোচনায় ছিলেন। তবে ২০২৪ সালে মুক্তি পেতে চলেছে তার ‘শেষ বাজি’ সিনেমা। যেখানে তার বিপরীতে রয়েছেন নায়ক সাইমন সাদিক।