আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) ঢাকাসহ দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে শিরিন শিলা অভিনীত বছরের প্রথম বাংলাদেশি চলচ্চিত্র ‘শেষ বাজি’। এতে বিভিন্ন চরিত্রে শিরিন শিলা ছাড়🅷াও অভিনয় করেছেন সাইমন সাদিক, বড়দা মিঠু, রাশেদ মামুন অপু, সাবেরী আলম, সিলভি প্রমুখ।
মানুষের জীবনে জুয়া খেলার প্রভাবকে কেন্দ্র করে গড়ে উঠেছে থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘শেষ বাজির’ কাহিনি। রিকোয়ার রিয়েল এস্টেট লিমিটেডের ব্যানারে নির্মিত সৈয়দ মোহাম্মদ𒀰 সোহেল প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান।
সিনেমাটি নিয়ে শিরিন শিলা বলেন, ‘শেষ বাজি’ এত চমৎকার গল🍃্পের একটি সিনেমা যে সিনেমাটি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে অভিনয় করেছি তার মধ্যে এই সিনেমায় আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম। ধন্যবাদ পরিচালককে এবং আমার অন্যতম প্রিয় বন্ধু সাইমন সাদিককে। আশা করছি পর্দায় আমাদের দুজনের রসায়ন দর্শকের ভালো𝓰 লাগবে।