ভারত উপমহাদেশের প্রখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর ঢাকায় আসছেন আগামী জানুয়ারিতে। ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি এশিয়ান কম্পিটিশন সেকশনের জুরি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ঠাকুরবাড়ির মেয়ে, পতৌদির নবাব পরিবারের বধূ শর্মিলা ঠাকুর বড় পর্দায় পা রাখেন ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবির মাধ্যমে। এরপর তিনি বহু ব্যবসাসফল বাংলা ও 🍒হিন্দি চলচ্চিত্র উপহার দেন ইন্ডাস্ট্রিকে। তার ছেলে সাইফ আলী খান ও কন্যা সোহা আলী খানও পরবর্তী সময়ে বলিউডে নিজেদের প্রতিষ্ঠিত করেন।
দ্বাবিংশ চলচ্চিত্র উৎসবে শর্মিলা ঠাকুর ছাড়াও এশিয়ান কম্পিটিশন সেকশনে জুরি হিসেবে থাকবেন রুশ চলচ্চিত্র প্রযোজক আনা সালাসিনা, সাংহাই ফিল্ম অ্যাসোসিয়েশনের ডেপু🀅টি চেয়ার শি চুয়ান, বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সামিয়া জামান এবং ব্যাংককভিত্তিক চলচ্চিত্র প্রযোজক 🔯ও পরিচালক টম ওয়ালের।
বিচারকরা উৎসবের এশিয়া বিভাগের চলচ্চিত্রগুলো থেকে শ্রেষ্ঠ পরিচালক, শ্র✱েষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রনাট্য, ও শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফার পুরস্কার দেবেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল সংবাদ প্রকাশকে জানান, আন্তর্জাতিক জুরি প্যানেলের এই সদস্যরা উৎসবের ভেতর আরও বিভিন্ন আয়োজনেও অংশ নেবেন।
২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে আগামী বছরের ২০ জানুয়ারি, শেষ হবে ২৮ জ🍨ানুয়ারি। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় আড়াইশটি চলচ্চিত্র। ২০২৪ সালের এই উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। উৎসব চলাকালে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে আলিয়ঁস ফ্রসেইজ, বাংলাদেশে শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর অডিটরিয়াম ও স্টার সিনেপ্লেক্সে।
১৯৯২ সাল থেকে “নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ” স্লোগানকে সামনে রেখে, নিয়মিত এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে রেইনবো ফিল্ম সোসাইটি। এই সোসাইটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।