• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাফীর পরিচালনায় আসছে শাকিবের ‘তুফান’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৩, ০৯:১১ এএম
রাফীর পরিচালনায় আসছে শাকিবের ‘তুফান’
নির্মাতা রায়হান রাফী ও শাকিব খান। ছবি: সংগৃহীত

একজন ঢাকাই সিনেমার সুপারস্টার, অন্যজন দেশের আলোচিত নির্মাতা। দুজনেই নিজেদের কাজে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার একসঙ্গে বড় পর্দায় আসছেন তারা। বলছি, ঢালিউড সুপারস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফীর কথা। প্রেক্ষাগৃহে ঝড় তুলতে ‘তুফান’ শিরোনামের সিনেমা নিয়ে আসছে শাকিব খান𓄧 ও রায়হান রাফী।

বাংলা চলচ্চিত্রে শাকিব খানের এক নতুন অধ্য🐈ায় শুরু হতে চলেছে। দুই বাংলা⭕র চলচ্চিত্রের কোলাবোরেশন নিয়ে আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস এবার এক হয়েছে। এরই মধ্যে ঘোষণা করা হলো এই তিন প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বড় পর্দার দুটি সিনেমা।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিকেল পাঁচটায় আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। সেখানেই ঘোষণা দেওয়া হয় ‘তুফান’-এর। এর আগে ৯ ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় রেদওয়ান রনি পরিচালিত সিনেমা ‘দম’-এর। যেই সিনেমার মূল চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরী🦩কে।

নতুন সিনেমা প্রসঙ্গে শাকিব খান বলেন, “দুই বাংলার পাওয়ার হাউস প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এক হয়েছে। নিশ্চয়ই দারুণ কিছু হবে। একসময় আমিও স্বপ্ন দেখতাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেক বড় হবে। গত🐭 কোরবানির ঈদের সময় থেকে এটা কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের সিনেমা নিয়ে বাইরের দেশগুলোতে আগ্রহ সৃষ্টি হয়েছে। আমরা যদি ভারতের দক্ষিণি সিনেমার দিকে তাকাই, দেখব তারা কিন্তু বলিউডের সঙ্গে মিলে সিনেমা বানাচ্ছে। হাজার কোটি টাকা আয় করছে। আমরাও তাকিয়ে আছি, আমাদের সিনেমা কবে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে। প্রয়োজন ছিল সবার এক হওয়ার। দুই ইন্ডাস্ট্রির এই কোলাবরেশন আমাদের স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে সহায়তা করবে। তুফান দেখে সবাই বুঝবে আমাদের সিনেমা কতদূর এগিয়ে গেছে।”

নির্মাতা রায়হান রাফী 💫বলেন, “আমি খুবই এক্সসাইটেড। কারণ একসাথে আলফা আই, এসভিএফ ও চরকি—তিনটা বড় প্রতিষ্ঠান এক সুতোয় গেঁথে দুইটা সিনেমা বানাচ্ছে।”

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন,  “বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য সুসময় চলছে। আমাদের জন্যও খুব আনন্দের সময়। আলফা আই, চরকি ও এসভিএফ মিলে বাংলা ভাষাভাষী দর্শককে হলমুখী করতে ও আন্তর্জাতিক মানের কনটেন্ট দেওয়ার জন্য এই উদ্যোগ নিয়েছে। কেননা, এত বড়🥃 ক্যানভাসে এত বড় আয়োজনের বাংলা সিনেমা তথা বাঙালি দর্শকের জন্য এই সিনেমা আমাদের উপহার হবে।”

তবে তুফানে শাকিবের নায়িকা কে হচ্ছেন—সেই তথ্য জানানো হয়নি। নির্মাতা জানিয়েছেন, কিছুদিন পর সেই রহস্য উন্মোচন করা হবে। জানানো হবে কে হচ্ছেন তুফানের নায়িকা। আগাౠমী বছরের ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তুফান’।  

Link copied!