নব্বইয়ের দশকের খ্যাতিমান গীতিকার, সুরকার, সংগীত পরিচালক ও ‘সোলস’ ব্যান্ডের সাবেক 𝓰সদস্য তপন চৌধুরী এখনও গানের সঙ্গেই আছেন। সম্প্রতি প্রকাশ হয়েছে তার ‘কিছুটা সময়’ শিরোনামের একটি গান। গানটির প্রকাশনা অনুষ্ঠানে দেখা যায় তাকে। সেখানে গানের বর্তমান সময় নিয়ে বেশ ꦛআক্ষেপ প্রকাশ করেন খ্যাতিমান এই গীতিকার। অনুষ্ঠানে সংগীতের কিছু নেতিবাচক দিকও তুলে ধরেন তিনি।
বর্তমান সমജয়ের গানের প্রতি আক্ষেপ প্রকাশ করে তপন চৌধুরী বলেন, “গান এখন শুনতে চায় না কেউ। গানের সঙ্গে নাচার জন্য নিয়ে যায় শিল্পীকে। এটা তো আমাদের গান না। গান বাজে আর ওনা🔴রা পেট দেখিয়ে দেখিয়ে নাচে, এটা কী ধরনের সংগীত অনুষ্ঠান আমি বুঝি না।”
এ শিল্𝄹পী আরও বলেন, “গান করতে গেলে আয়োজকদের আ൲পত্তিকর আবদারের মুখে পড়তে হয়। এখন আমাদের গরম গান করতে বলা হয়। গরম গান কী ভাই? রিদমিক, স্লো, স্যাড, রোমান্টিক গান হতে পারে। গরম গান আবার কী?”
এসময় নিজের সোনালী 🌌অতিতের স্মৃতিচারণ করে তপন চৌধুরী বলেন, “আশির দশকে আমরা বুয়েট, ঢাকা মেডিক্যালের অনুষ্ঠানে গান করতাম। ওই গ্যালারি কিন্তু খুব ছোট। চার-পাঁচ ঘণ্টা গান করতাম। শো শেষে দেখতাম, আসনগুলো সব ঘ♔ামে ভেজা। কারণ এসি ছিল না। গরম সহ্য করেও মানুষ গান শুনত। এর চেয়ে বড় পাওয়া আর কি?”
‘কিছুটা সময়’ গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জান্নাতে রোম্♏মান তিথি। এটির কথা ও সুর করেছেন রিপন চꦯৌধুরী। বর্তমানে তপন চৌধুরী অনেক কম গান করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার গানের সংখ্যা কম। এটা ইচ্ছা করেই। কিন্তু আমার অস্তিত্ব, স্বকীয়তা তো নষ্ট হয়নি। এ জন্য বলি, একটা ভালো গান যদি হয়ে যায়, সারাজীবনে কোটি কোটি টাকা কামালেও এই গানই আমাকে বাঁচিয়ে রাখবে।”
১ജ৯৭৯ সালে তিনি জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’-এর সঙ্গে যুক্ত হন। বাংলাদেশ টেলিভিশনে মন শুধু মন ছুঁয়েছে’ গানটি পরিবেশন করার পর সেটি ব্যাপক জনপ্রিয়তা পায়। পরবর্তীতে ১৯৮১ সালে ‘সোলস’ তাদের প্রথম অ্যালবামেও গানটি প্রকাশ করে। ১৯৮৪ অথবা ১৯৮৫ সালে তার নিজ নামে তার প্রথম একক অ্যালবাম ‘তপন চৌধুরী’ মুক্তি পায়। সোলস-এর সঙ্গে ২২ বছর কাজ করার পর তিনি একক সংগীতশিল্পী হিসেবে কাজ শুরু করেন।