• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কানে ফিপরেসির তিন সেরা ছবি


পার্থ সনজয়
প্রকাশিত: মে ২৯, ২০২২, ০৯:৫২ এএম
কানে ফিপরেসির তিন সেরা ছবি

৭৫ তম কান চলচ্চিত্রের আসরে ফিপরেসির বিচারে প্রতꦫিযোগিতা বিভাগের সেরা ছবি নির্বাচিত হয়েছে ইরানের নির্মাতা সাইদ রোস্তের ‘লায়লাস ব্রাদার্স’।

শনিবার ফরাসি সময় সাড়ে ৩টায় পালে দে ফ্যাস্টিভালের চতুর্থ তলায় ‘সালো♍ঁ দো এম্বেসেডরে’ আয়োজিত ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস’ - ফিপরেসি ‘আ সার্ত𓃲ে খোইগার্দ’ বিভাগে সেরা ছবি নির্বাচন করে মরিয়ম তোজানির ‘দ্য ব্লু কাফতান’কে। এটি চারটি দেশের যৌথ প্রযোজনা। উৎসবের প্যারালাল সেকশনে জিতেছে ক্রিটিকস উইকে থাকা ছবি, বেলজিয়াম ও ফ্রান্সের যৌথ প্রযোজিত, ইমানুয়েল নিকোতের ‘দালভা’ (লাভ একর্ডিং টু দালভা)।

ফিপরেসি জুরি সভাপতি মিশরের আহমেদ শোকির নেতৃত্বে আট সদস্যের জুরি দল বেছে নেন ছবি෴গুলো। জুরি দলে ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র সমালোচক বিধান রিবেরু। তিনি ঘোষণা করেন প্যারালাল সেকশনের পুরস্কার।

‘দালভা’ ছবিতে এক টিনএজ মেয়ের স্বাভাবিক জীবনে ফেরার অন⛦বদ্য বয়ানই ছবিটিকে পুরস𒊎্কার দেওয়ার বিবেচনায় এনেছেন বলে জানান বিধান।

আর মরক্কোর সমকামী এক বিবাহিতের সাহসের উ🍌পাখ্যান সাজিয়ে ‘আ সার্তে খোইগার্দ’ বিভাগে সেরার তকমা জিতেছে ‘দ্য ব্লু কাফতান’।

প্রতিযোগিতা বিভাগে ইরানের ছবি ‘লায়লাস ব্রাদারস♈’ নিয়ে জোর আলোচনা ছিল ফেস্টিভ্যাল এরেনায়। ফিপরেসি জুরি দলও শেষ পর্যন্ত সাইদ রোস্তের ছবিটিকেই বেছে নিয়েছেন এই বিভাগের সেরা ছবি হিসেবে।

Link copied!