• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সহকারীর সঙ্গে রেখার সম্পর্কের বিভ্রান্তিকর সংবাদ, লেখকের ক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩, ০৪:১৪ পিএম
সহকারীর সঙ্গে রেখার সম্পর্কের বিভ্রান্তিকর সংবাদ, লেখকের ক্ষোভ

‘বলিউড অভিনেত্রী রেখা ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন’ এমন শিরোনাম যখন সবার মুখে মুখে। সেসময় 🉐লেখক ইয়াসের উসমান এক টুইটে বলেছেন, ‘ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন রেখা, এমন সংবাদের সঙ্গে তার বইয়ে কোনো তথ্য নেই।’

পিংকভিলার এক প্রতিবেদনে জানানো হয়, ফারজানার সঙ্গে অনেক বছর ধরে ‘লিভ ইন’ সম্পর্ক আছে, এমন খবরকে বানোয়াট বলে টুইটারে বিবৃতি দিয়েছেন উসমান। বইটিতে দাবি করা হয়েছে, অনেক বছর ধরে রেখা নাকি ব্যক্তিগত নারী সহকারী ফারজ🦋ানার সঙ্গে ‘লিভ ইন’ সম্পর্কে আছেন। তিনি লিখেছেন, ‘আমার বই “রেখা: দ্য আনটোল্ড স্টোরি”কে উদ্ধৃত করে যেসব খবর প্রকাশিত হয়েছে, তা ভুয়া। এটা মূলত শোরগোল তৈরির জন্য করা হয়েছে। গণমাধ্যমের খবরে যা বলা হয়েছে, তা আমার বইতে নেই।’

বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘‘পুরো বইয়ের কোথাও বলা হয়নি সহকারীর সঙ্গে রেখা যৌন সম্পর্কে আছ𝐆েন। এটা আসলে ক্লিকবেইট–নির্ভর দুর্বল সাংবাদিকꦗতারই প্রমাণ।’’

এর আগে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানা যায়,  ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে নাকি ‘লিভ-ইন’ সম্পর্কে রয়েছেন অভিনেত্রী! তার জীবনের কিছু অজানা বিষয় নিয়ে ইয়াসির উসমানের লেখা বই ‘রেখা: দ্🔯য আনটোল্ড স্টোরি’তে বিষয়টি উঠে এসেছে।

 

 

Link copied!