জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘ সময় ধরে নাটক, সিরিজ দিয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে𓃲ন ছোট পর্দায়। অবশেষে বড় পর্দায় নাম লিখিয়েছেন অভিনꦅেত্রী। ২১ ফেব্রুয়ারি ‘সাবা’ নামের একটি সিনেমার ঘোষণা দিয়েছিলেন তিনি।
মাকসুদ হোসেন পরিচ🐠ালিত ‘সাবা🃏’ সিনেমা মুক্তির আগেই জানা গেল মেহজাবীনের দ্বিতীয় সিনেমার নাম। শঙ্খ দাশগুপ্তের পরিচালনায় ‘প্রিয় মালতী’ সিনেমায় অভিনয় করবেন মেহজাবীন।
শুক্রবার (১৯ এপ্রিল) ছিল মেহজাবীনের জন্মদিন। এদিন রাজধানীর একটি হোটেলে ‘প্রিয় মালতী’ সিনেমার ঘোষণা দেন অভিনেত্রী।
অনুষ্ঠানে জানানো হয়, ‘প্রিয় মালতী’ সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে মেহজাবীনের। অর্থাৎ ‘সাবা’তে প্রথম অভিনয় করলেও আগে মুক্তি পাবে ‘প্রিয় মালতী’।
মেহজাবীন চৌধুরী বলেন, “জন্মদিনে সিনেমার ঘোষণা করা আমার জন্য খ🎃ুব স্পꦡেশাল। এতটুকু বলতে পারি, দর্শক এই সিনেমায় ভিন্ন এক মেহজাবীনকে দেখতে পাবে।”
জানা গেছে, ইতিমধ্যে সিনেমাটির শুটিং শেষ হয়েღছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক𝔉্তি পাবে।
মেহজাবীন ছাড়া এ সিনেমায় আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও ফ্রেম পার সেকেন্ড।