• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে নাচে ঝড় তুলবে মেহজাবীন, দীঘি, সাবাসহ একঝাঁক তারকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০৯:৫০ পিএম
ঈদে নাচে ঝড় তুলবে মেহজাবীন, দীঘি, সাবাসহ একঝাঁক তারকা
মেহজাবীন চৌধুরী, দীঘি, সোহানা সাবা। ছবি: কোলাজ

ঈদে বিটিভিতে নাচে ঝড় তুলবে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, চিত্রনায়িকা দীঘি, সোহানা সাবাসহ একঝাঁক তারকা। ঈদুল ফিতর উপলক্ষে এই তারকা শিল্পীর অংশগ্রহণে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ নৃত্যানুষ্ঠান। তিন দিনের এ আয়োজনে নাচবেন জনপ্রিয় নৃত্যশিল্🍷পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা।

সাবরিনা সাফি নিসার উপস্থাপনায় ঈদের প্রথম দিন নাচবেন মেহজাবীন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ⛦, প্রার্থনা ফারদিন দীঘি, আঁচল, তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোর্ষা, প্রাღন্তিক, নাইম ও মীম চৌধুরী। প্রচারিত হবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টায়।

মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে রিচ🐻ি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়া🦂র পরিবেশনা।

ঈদের তৃ🐟তীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে থাকছে তাহমিনা সুলতানা মৌয়ের উপস্থাপনায় নৃত্যশিল্পী মুনমুন ও তাঁর দল, কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তাঁর দল, মোকাম্মেল হোসেন রিপনের দল ও এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশনা।

Link copied!