• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘কবরী আপু আমার কাছে দেবতা সমতুল্য’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৪, ১১:২৬ এএম
‘কবরী আপু আমার কাছে দেবতা সমতুল্য’
কবরী-সোহানা সাবা । ছবি: কোলাজ

গুণী অভিনেত্রী সোহানা সাবা। আনন্দ-বিনোদনের এই ক্যারিয়ারের দুই দশক পূর্ণ করলেন। ২০০৪ সালে প্রয়াত অভিনেত্রী ও নির্মাতা কবরীর ‘আয়না’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন সোহানা সাবা। সাফল্যের ২০ বছর পূরণ করলেন অভিনেত্রী। সম্প্রতি ক্যারিয়ারের দুই দশক পূরণে উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সোহানা সাবা। সেখানেই নিজের একটিꦿ ইচ্ছ▨ার কথা প্রকাশ করেন অভিনেত্রী।

নিজের অনুপ্রেরণার কথা উল্লেখ করে সোহানা সাবা বলেন, ‘আমার মায়ের কারণꦡেই এখানে আসা। আর কবরী আপু।  যিনি আমার কাছে দেবতা সমতুল্য। তিনি আমাকে প্রথম ব্রেক দিয়েছেন। তারা দুজনই আমার অনুপ্রেরণা।’ সোহানা সাবা আরো বলেন, ‘আমি খুবই ভাগ্যবান। অনেক গুণী নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি। সামনেও করার ইচ্ছা আছে।’

ক্যারিয়ারের দুই ♔দশক পূর্তি উপলক্ষে অভিনেত্রী বলেন, ‘দেখতে দেখতে ২০ বছর কেটে গেল। আমার এই জার্নি নিঃশ্বাস থাকা পর্যন্ত চলবে। কারণ আমি একজন আর্টিস্ট। আর আর্টিস্টের জার্নি কখনো শেষ হয় না। তাই জীবন যত দিন আছে, লাইট-ক্যামেরার সামনে তত দিনই থাকব।’


সাক্ষাৎকারে♓ সাবা আরো বলেন, ‘মানুষের তো কত ইচ্ছাই থাকে। অভিনেত্রী হিসেবে আমারও তো স্বপ্ন আছে জেমস ক্যামেরনের সঙ্গে কাজ করার। শখ, ইচ্ছা🦂 ও স্বপ্ন না থাকলে মানুষের জীবনের সমাপ্তি হয়ে যায়।

দুই দ♒শকের ক্যারিয়ারে টিভি অঙ্গনে অসংখ্য নাটকে কাজ করেไছেন সোহানা সাবা। চলচ্চিত্র অঙ্গনেও দাপটের সঙ্গে কাজ করেছেন। ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’,‘বৃহন্নলা’ ও ‘ষড়রিপু’ সিনেমায় কাজ করে রেখেছেন নিজের প্রতিভার ছাপ।

Link copied!