জনি ডেপকে নিয়ে বিভিন্ন সময়ে মানহানিকর মন্তব্য এবং বিচ্ছেদ ইস্যুতে ১০ মিলিয়নের বেশি ডলার ক্ষতিপূরণসহ সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছে অ্যাম্বার হার্ডকে। এসব কারণে হলিউড অভিনেতা জনি ডেপের ভক্তরা ইন্ডাস্ট্রি থেকে এই অভিনেত্রীকে বয়কটের ডাকও দিয়েছিল। তবে, ভাগ্য ঘুরতে শুরু করেছে অ্যাম্বার হার্ডের। জাস্টিস লীগ নির্মাতা জ্যাক স্নাইডাܫর এবার কাজ করতে ইচ্ছুক অ্যাম্বারকে নিয়ে। খবর ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যাক স্নাইডার বলেন, “আমি বুঝতে পারি না এসব। অন্যরা যদি তাকে পছন্দ না কর⭕ে, তা𒅌হলে আমি জানি না আমার কী বলা উচিত। কিন্তু আমি তার সঙ্গে আবারও কাজ করতে চাই।”
এর আগে ২০১৭ সালের জ্যাক স্নাইডারের সিনেমা ‘জাস্টিস লিগ’-এ ‘মেরা’ চরিত্রে প্রথম অভিনয়ের সুযোগ পান অ্যাম্বার। এরপরে অভিনেত্রীর সুযোগ আসে একই চরিত্রে ‘অ্যাকুয়াম্যান’ সিনেমায় কাজ করার। এবার দীর্ঘদিন পরে ‘অ্যাকুয়াম্যান টু’তে দেখা যাবে এ🎉ই অভিনেত্রীকে। যা মুক্তি পাবে ২২ ডিসেম্বর।