• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘বুকের মধ্যে আগুন’ কি সালমান শাহের মৃত্যু রহস্য?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩, ১২:৪২ পিএম
‘বুকের মধ্যে আগুন’ কি সালমান শাহের মৃত্যু রহস্য?

বাংলাদেশের একজন সুপারস্টার নায়ক। যিনি স্টাইꦉলিশ আইকন। রঙিন দুনিয়ায় যখনℱ তার জনপ্রিয়তা তুঙ্গে, তখন তার হঠাৎ মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।

এতে সুপারস্টারের স্টারডম যেন এক নিমেষেই আকাশ থেকে মাটি পড়ে যায়! দেশের আনাচেকানাচে 🍷যার লাখ লাখ ভক্ত, সেই সুপারস্টার এত তারকাখ্যাতির মধ্যেও কেন আত্ꦬমহত্যা করলেন?

সত্যিই কি আত্মহত্যা নাকি অন্য কিছু? অজানা রহস্যে মোড়ানো এই কেসের জট খুল𝓀বেন﷽ এসপি গোলাম মামুন ওরফে অভিনেতা অপূর্ব!

এমন গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ নির্মাণ করছে ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। ‘ন ডরাই’-খ্যাত নির্মাতা তানিম রহমান অংশু এটি পরিচালন🦩া করছেন।

এ প্রসঙ্গে নির্মাতা জানান, “শুটিং শেষ। বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। আগামী ভালোবাসা দিবসে সির🍸িজটি মুক্তি দেওয়ার ইচ্ছে আছে।”

এদিকে বাংলাদেশের মানুষের কাছে অতি চিরচেনা এই গল্পটি নব্বই দশকের প্রয়াত সুপারস্টার সালমান শাহের। তাহলে তারই মৃত্যু রহস্যের গল্পটিꦗ এবার উঠে আসছে এই ওয়েব সিরিজে?

নির্মাতা তানিম রহꩲমান অংশু বললেন, জিনিসটা দেখতে হয়তো একই রকম লাগবে কিন্তু এটি একটি ফিকশন। তার (সালমান শাহ) সঙ্গে হয়তো কিছুটা মিলে যাবে কিন্ত꧙ু এটি তার ঘটনা নয়।

অংশু বলেন, “‘বুকের মধ🌠্যে আগুন’ দেখার পর কেউ মিল খুঁজে পেলে যে যার মতো করে ব্যাখ্যা করবে। সেটাই আনন্দদায়ক হবে। আমি এবং নির্মাণসংশ্লিষ্টদের জায়গা থেকে বলব, এই গল্প থেকে যদি কেউ অন্য ঘটনার মিল খুঁজে পায়, এটা একান্তই তার ভাবনা। তবে কোনো ইঙ্গিতপূর্ণ কিছু দেখলে হবে না।”

জাতীয় চলচ্চিত্র পু༒রস্কারপ্রাপ্ত নির্মাতা অংশু আরও বলেন, এই ওয়েব সিরিজটিতে এক বছর ধরে কাজ করছি। ‘ন ডরাই’ এর পর এটি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

“কাস্টিং, ৭৫টির মতো লোকেশন এবং সবকিছ🤪ু নিয়ে ডিটেইলস কাজ করতে হয়েছে। এর ব্যাপ্তিটা বেশ বড়। আমি ইউজুয়াল কাজের বাইরে এই কাজটি করেছি। রিলিজ হলে সবাই বুঝতে পারবেন।”

জানা গেছে, ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজে 💃আরও অভিনয় করছেন তারিক আনাম খান, গাজী রাকায়েত, তানিয়া আহমেদ, তৌকীর আহ🏅মেদ, ইয়াশ রোহান, শাহনাজ সুমি, তানভীর প্রমুখ।

Link copied!