• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আমার কোনো রাজনৈতিক পরিচয়ই নেই: শ্রীলেখা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০৪:৩৯ পিএম
আমার কোনো রাজনৈতিক পরিচয়ই নেই: শ্রীলেখা
শ্রীলেখা মিত্র। ছবিঃ সংগৃহীত

ভারতের কেন🌞্দ্রীয় ও রাজ্য রাজনীতিতে অভিনেতা ও খেলোয়াড়দ🗹ের অংশগ্রহণ নতুন নয়। ইদানীং আরও বেড়েছে। লোকসভা নির্বাচনে তারকা অভিনেতা ও অন্যান্য সেক্টরের তারকাদের অংশগ্রহণ বেশ বেড়েছে।

রোববার ব্রিগেড থেকে তৃণমূল কংগ্র🌳েসের প্রার্থী ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ তালিকায় চমক হিসেবে উঠে এসেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। হুগলি কেন্দ্র থেকেই এবারের লোকসভায় রচনার বিপরীতে বিজেপির লকেট চট্টোপাধ্যায়।

এসবের মধ্যে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে, সিপিআইএমের প্রার্থী তালিকায় নাকি থাকছেন টালিউ🔜ড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এমনকি রটে যায় হুগলি কেন্দ্রেই নাকি রচনা, লকেটের সঙ্গে লড়বেন তিনি।

তবে এই গুঞ্জনকে সরাসরি না বলে দিয়ে শ্রীলেখা বলেন, ‘আমি বরাবরই প্রকাশ্যে রাজনীতি নিয়ে কথা বলি। তাই অনেকে ম💎নে করেন, হ🎉য়তো আমার কোনো অভিসন্ধি রয়েছে। তাই হয়তো এ রকম রটেছে’।

শ্রীলেখার সাফ মন্তব্য— আমার কোনো রাজনৈতিক পরিচয়ই নেই। আর সিপিআই🅰এম তো এ রকম একটা দল নয় যে, শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত হওয়ার জন্য টিকিট দেবে। এসব গুজবে একেবারে কান ༒দেবেন না।

Link copied!