টালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বলিউডেও নাম কামিয়েছেন তিনি꧂। ওয়েব প্ল্যাটফর্মের জাগরণে বেশ কয়েকটি আলোচিত কনটেন্টেও দেখা গেছে তাকে। ছক্কা হাঁকিয়েছেন সব প্রজেক্টে। সব মিলে ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন এই অভিনেত্রী। মঙ্গলকার (৮ আক্টোবর) মুক্তি পেয়েছে তার অভিনীত পুজার সিনেমা ‘টেক্কা’।
`জুলফিকার`-🧸এর পর আবারও দেব-সৃজিত ম্যাজিক রয়েছে বড় পর্দায়। ছবিতে জোড়া ম্যাজিক হিসেবে থাকছে সৃজিত-স্বস্তিকার জুটিও। সম্প্রতি এক সাক্ষাৎকারেও অভিনেত্রী জানান তার যে প্রতিবাদী সত্ত্বা মানুষের সামনে এসেছে, তাতে কখনও হয়তো আর প্রেম হবে কি না বলা মুশকিল।
অনেকদিﷺন পর সৃজিতের সঙ্গে কাজ নিয়ে অভিনেত্রী বলেন, ‘কাজের বাইরে আমাদের দেখা হতো। আমার মেয়ে যখন এখানে ছꦿিল, একসঙ্গে বেরিয়েছি। বন্ধু হিসেবে আমাদের সম্পর্কটা ভালো। সৃজিত খুব খেতে ভালোবাসে। আমিও তাই। সেই জন্য নতুন কোনও জায়গার কথা জানতে পারলে আমরা চলে যাই। ফলে ‘টেক্কা’ করতে গিয়ে মনে হয়নি অনেক বছর পর দেখা হয়েছে। তবে হ্যাঁ, অনেক বছর পর কাজ করলাম তার সঙ্গে।’
‘টেক্কা’ হওয়ার আগেই স্ক্রিপ্ট পড়ে আলোচনা হয়েছ🐈িল। আর একটা বিষয় দেখে ভালো♛ লাগল, আমাদের ডিওপি থাকা সত্ত্বেও বেশ কিছু শট সৃজিত নিজে নিয়েছে। পূজায় স্বস্তিকা মুখার্জীর প্রেম হয়েছে? এমন প্রশ্নে অভিনেত্রী বলেন, “সারাবছর প্রেম করায় আমি বিশ্বাসী। পুজা কিংবা ভ্যালেন্টাইনস ডে এরকম দিনক্ষণ দেখে আমার প্রেমটা হয় না। আমার প্রেম হয় হুটহাট। এখন তো কাজের ঠেলায় সময়ও পাচ্ছি না। তার মধ্যে আমার যে প্রতিবাদী সত্ত্বা মানুষের সামনে এসেছে, তাতে আর কখনও প্রেম হবে কি না জানি না।”