দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। সুন্দরী প্রতিযোগিতা দিয়ে পথ চলা শুরু হলেও সৌন্দ๊র্য আর অভিনয় দক্ষতায় জিতেছেন দর্শকদে🏅র মন। ঢালিউডের সঙ্গে ওপার বাংলার টালিউডের বেশ সুনাম রয়েছে তার। গল্পের প্রয়োজনে নিজেকে ভাঙতে পছন্দ করেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। তবে ২০২৩ সাল কিভাবে কেটে গিয়েছে তা একেবারেই ঠিক পাননি এই অভিনেত্রী।
চলতি বছরটি আপনার জ♓ন্য কেমন ছিল– এমন প্রশ্নের উত্তরে মিম বলেন, “দেখতে দেখতে একটি বছর কীভাবে যে কেটে গেল, টেরই পাইনি। বোধহয় সুসময় তাড়াতাড়িই চলে যায়। এ বছরের শুরুর দিকে মুক্তি পায় ‘অন্তর্জাল’। বছরের শেষꦚেও মুক্তিপেল আরওএকটি সিনেমা।
এছাড়া𝓡 এ বছর একটি ওয়েব সিরিজে অভিনয় করেও বেশ দর্শক সাড়া পেয়েছি। কয়েকটি নামি ব্র্যান্ডের সঙ্গে কাজ হয়েছে। কাজের সংখ্যা কম হলেও ভালো ভালো কিছু কাজ করেছি। সবমিলিয়ে ভালোই কেটে গেছে বছরটি।”
সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে মিম অভিনীত সিনেমা ‘মানুষ’। দেশের প্রেক্ষাগৃহেও মুক্ত🅺ি পেয়েছে সিনেমাটি। ‘মানুষ’– এর কেন্দ্রীয় চর💛িত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ। সিনেমায় জিতের সঙ্গে পর্দা ভাগ করেছেন মিম।