ঈদুল ফিতরে মুক🌊্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপার স্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাজকুমার’। সিনেমা মুক্তির আগেই এ উপলক্ষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সꦉৌজন্য সাক্ষাৎ করেছেন শাকিব খান। শনিবার (৩০ মার্চ) বিকেলে সাক্ষাৎ শেষে তারা একসঙ্গে ইফতারও করেন।
‘রাজকুমার’ আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে। বড় বাজেটের এই সিনেমা নির্মাণ করছেন ‘প্রিয়তমা’খ্যাত পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনায় রꦕয়েছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান।
শনিবার (২৩ মার্চ) প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। পোস্টারে দেখা🌟 যায় লম্বা চুলের এক অন্য রকম শাকিব খান আনম🎶নে তাকিয়ে আছেন। সেখানে স্থান পেয়েছে যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টি।
এদিকে ‘রাজকুমার’র সিনেমার প্রথম গান প্রকাশ্যে এসেছে। ২৮ মার্চ সন্ধ্যা ৭টায় প্রকাশ পেয়েছে গানটি। গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। গানটির কথা ও গীতিকার আসিফ ইকবাল। গানটিরཧ শিরোনাম, ‘রাজকুমার’। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ সেন🦋।
সিনেমা নিয়ে তারা কথা বলেন। তারপর একসঙ্গে ইফতার করেনꦚ।