• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘কপিল শর্মা শো’তে কাজের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৪, ০৮:৩১ এএম
‘কপিল শর্মা শো’তে কাজের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
‘দ্য কপিল শর্মা শো’। ছবি: সংগৃহীত

জনপ্রিয় টিভি অনুষ্ঠান 🔜‘দ্য কপিল শর্মা শো’তে কাজের প্রলোভন দেখিযে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ২৬ বছর বয়সী ওই নারী মুম্বাই পুলিশের কাছে মামলাও দায়েরের পর অভিযুক্ত আনন্দ সিং নামের কাস্টিং এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের বরাত দি🍃য়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ঘটনার শিকার হওয়া ওই নারী বেশ কিছুদিন আগে অনলাইন মাধ্যমে পরিচিত হন আনন্দ সিংয়ের সঙ্গে। অভিযুক্ত তাকে তখন জানান, তার সঙ্গে বলিউডের বড় বড় ব্যক্তির পরিচয়। তিনি কপিল শর্মা শোতে যুক্ত করে দেওয়ার বিষয়েও আশ্বাস দেন।

অভিযুক্ত আরও জানান, যদি তার অডিশ🎶ন ভালো হয়, তাহলে তিনি শর্মা শোয়ের কাস্টিং ডিরেক্টরের কাছে নিয়ে যাবে𒈔ন। এরপর এই নারী প্রাথমিক অডিশনের জন্য গিয়েছিলেন আনন্দর বাসাতে। সেখানে ধর্ষণের ঘটনা ঘটে।

এরপরই ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ), ৫০৬ (ফৌজদারি ভয় দেখানো) ধারায় ༺একটি মামলা🌞 দায়ের ওই নারী। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিয়ে কপিল শর্মা বা এই শোয়ের সংশ্লিষ্টরা কেউ এ♋খনও কোনো মন্🅘তব্য করেনি।

সিংকে বৃহস্পতিবার আদা🅰লতে পেশ করা꧒ হবে বলে জানান তুলিঞ্জ থানার পুলিশ সাবইন্সপেক্টর রোহিনী ডাক।

Link copied!