ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খা♌ন ও অপু বিশ্বাস একসঙ্গে যু🌜ক্তরাষ্ট্রে ঘুরছেন। এমন একটি ভিডিও কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে ঘি ঢেলে দিইয়েছেন এই দুই তারকার ঘনিষ্ঠ ব্যক্তিত্ব মামুনুজ্জামান মামুন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মামুনুজ্জামান মামুন বলেন, ‘🐈‘বাংলাদেশে দুদিন ဣধরে আমার শাকিব খান ভাই ও আমার অপু বিশ্বাস দিদিকে নিয়ে মিডিয়ায় বিশাল কাণ্ড শুরু হয়ে গেছে।আমেরিকাতে জয়, অপু দিদি, আমিসহ আমরা একসঙ্গেই তো এসেছি। এখন মূল কথা হয়েছে, এত দূর থেকে শাকিব ভাইর একমাত্র কলিজার টুকরা সন্তান আমেরিকা আসছে, আর শাকিব ভাই তার সন্তানকে দূরে রাখবে, সেই টা কি হয়?’’
মামুন আরও বলেন, ‘‘অপু বিশ্বাস দিদি শাকিব ভাইর নয় বছর সংসার করেছে। শাকিব ভাইর বাবা, মা বউ হিসেবে অপু বিশ্বাসকে মানে, নাতি হিসেবে জয়কে মানে। এর বাইরে তারা কিছু মানতে নারাজ। আর এখন একজন মানুষ লোক দেখানো মায়া কান্না করে কিছু টাকা-পয়সা নেওয়ার জন্য। সে কি কখনো এক ঘণ্টার জন্য শাকিব ভাইর বাসায় তার বাবা-মার সঙ্গে 🐻সংসার করছে? শাকিব ভাইর অফিস রুমে সন্তান নিয়ে গেছে, আর গোপনে ছবি তোলার জন্য দুজন লোক নিয়ে গেছে, আঁকাবাঁকা সেই ছবি ফেসবুকে ছাড়ছে।’’
মামুন বলেন, ‘‘অপু বিশ্বাস এখনো তার বৈধ ওয়াইফ, আর এখনো সারাদেশের মানুষ চায় তারা রাগ-অভিমান ভেঙে এক হয়ে যাক। দশজন যে দিকে থাকে, সৃষ্টিকর্তার 🌄রহমতও সেই দিকে থাকে। একজন বউ দাবি করে তার কাবিন নামা তো আজ অবদি কোনো সাংবাদিক ভাইকে দেখাইতে পারল না। অপু বিশ্বাসের কাবিন নামা জমির দলিলের মতো সিন্দুকে আটকানো আছে। একটা সাদা কাগজে এখন আর বউ ছাড়া হয় না, অর্থাৎ অপু বিশ্বাস এখনো শাকিব ভাইর বৈধ বউ।’’
২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেছিলেন শাকিব-অপু। আর সেই বিয়ের আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন তাদের ঘনিষ্ঠজন মামুনুজ্জামান মামুন। পুত্রসন্তান জয়ের জন্ম হয়। বিষয়টি প্রকাশ্যে আনায় নানা নাটকীয়তা চলতে থাকে এই সম্পর্কে। একসময় জানা যায় বিচ্ছেদ হয়েছে শাকিব-অপুর। এরপর অভিনেত্রী বুবলীর সঙ্গে সম্পর্কে জড়ান। তারপর সাম্প্রতিক শাকিব-অপুকে একে অপরের সিনেমার প্রচারণা করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।