কলকাতার ধারাবাহিক থেকে সরাসরি ঢালিউড কিং শাকিব খান সঙ্গে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছেন ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। গেল ঈদুল আজহাতে শাকিব খানের সঙ্গে প্রিয়তমা সিনেমাত🍨ে জুটি বেঁধে ঢালিউড ও টালিউডে বেশ সুনাম কুড়িয়েছেন ইধিকা। তবে এরপরে আবার আলোচনা থেকে হারিয়ে গেছে এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিকমাধ🦩্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিপাকে পড়ে আবারও আলোচনায় এসেছেন ইধিকা পাল।
ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে,𓂃 সামাজিকমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট ইধিকা পালের। সবগুলো অ্যাকাউন্টই ভুয়া। এর আগে সাইবার সেল ভুয়া অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয়ও করে দিলেও সমাধান হয়নি স▨মস্যার। পরবর্তীতে আবারও একাধিক ভুয়া অ্যাকাউন্ট তৈরি হয়েছে তার নামে।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইধিকা বলেন, “সোশ্যালে আমার নামে অনেকগুলো ভুয়া অ্যাকাউন্ট। এ নিয়ে খুবই বিড়ম্বনায় পড়তে হয় আমাকে। যেগুলো দেখতে একদম আমার অ্যাকাউন্টের মতো। দেখলে মনে হবে আমি নিজে সেগুলো অপারেট করি। সেসব🌺 ভুয়া অ্যাকাউন্ট থেকে খারাপ কিছু পোস্ট হলে আমি ক্ষমাপ্রার্থী।”
এর আগে এক সাক্ষাৎকারে ইধিকা জানিয়েছিলেন, নিজেই নিজের নাম পাল্টেছিলেন 🍬একটা সময়। তার প্রকৃত নাম টুম্বা পাল। ইধিকা নামটি তিনি নিজেই রেখেছিলেন। দুর্গার একটি নাম ইধিকা। সেখান থেকেই এ নাম নিয়েছেন তিনি। কলকাতার টেলিভিশন জি বাংলাতে ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নায়িকা এবং খলনায়িকা দুই ধরনের চরিত্রেই সমানতালে অভিনয় করেছেন ইধিকা। তবে শাকিবের সঙ্গে অভিনয় করেই ইধিকার ক্যারিয়ারের মোড় ঘুরে গিয়েছে।