• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঈদে নামাজ পড়ে বাবার কবর দেখতে যাবেন অপূর্ব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৫:৫৯ পিএম
ঈদে নামাজ পড়ে বাবার কবর দেখতে যাবেন অপূর্ব

ঈদে নামাজ পরে আগে বাবাকে সালাম করতেন অপূর্ব।

সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় অপূর্বকে কিছু প্রশ্ন করেন অভিনেতা নিশো। বাবাছাড়া ঈদে কী করবে এমন প্রশ্নের জবাবꦯে অপূর্ব বলেন, “সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাবার কবরে চলে যাব। আগে নামাজ পড়ে এসে আগে তাঁকে সালাম করতাম। এবার তাঁকে তো আর পাব না। তাই তাঁর জন্য দোয়া করব। এখন দোয়া ছাড়া সন্তানের কিছুই করার নে﷽ই। তবে দিনটিতে মনটা অনেকটাই বিষণ্ণ থাকবে। মিস করব বাবাকে।”

জীবন-এর সংজ্ঞা দিয়ে তিনি জানান, জীবনটা খুব সুন্দর। কিন্তু মাঝেম✅ধ্যে আমরা জীবনকে জটিল করে তুলি। আমি ভাগ্যে বিশ্বাস করি। ভাগ্যে অনেক কিছুই লেখা থাকে। ভাগ্য আসলে খণ্ডানো যায় না। ভাগ্য মাঝেমধ্যে আমাদের জীবনটা এলোমেলো করে দে𒅌য়।  

ব🎐ন্ধুত্ব বলতে কী বুঝিস? নিশোর এমন প্রশ্নের জবাবে অপূর্ব ব🌄লেন, “নিশোর চেয়ে বেশি কিছু বুঝি.... এবং সেটি যে আমি বুঝি, তা নিশোরও বোঝা উচিত..হা হা হা।”

অপূর্ব আরও বলেন তার কাছে যদি আলাদিনের দৈত্য এসে তিনটি ইচ্ছা চাইতে বলেন তবে সে বাংলাদেশি হিসেবেই জন্ম নিতে চায়। এবং তার মা-বাবার সন্তান হিসেবেই জন্মগ্রহণ করতে চান। তৃতীয়ত ইচ্ছায় তিনি চাইবেন, বাংলাদেশের মানুষের অকৃত্রিম ভালোবাসা নিয়💖ে অ❀পূর্ব হিসেবেই জন্ম নিতে।

টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি ওটিটিতেও পছন্দসই গল্পে অভিনয় করেন অপূর্ব। তবে অভিনয়ের ক্ষুধা মিটেছে কিনা এমন প্রশ্নের জবাবে এই অভিনেতা বলেন, “অভিনয়ের ক্ষুদা মেটানোর চেষ্টা তো আছেই। পাশাপাশি ইন্ডাস্ট্রির প্রতি আমার দায়িত্ব আছে। বলতে পারিস, একটা গুরু꧂দায়িত্ব কাঁধে নিয়ে এ মাধ্যমে কাজ করছি আমি। এখানে আমি প্যাশন দিয়ে কাজ করি, ভালোবাসা দিয়ে কাজ করি। বড়দের প্রতি শ্রদ্ধা, ছোটদের প্রতি ভালোবাসা দিয়ে কাজ করার চেষ্ট করে যাচ্ছি সব সময়। অর্থই এখানে সব নয়, দায়িত্ববোধেরও একটা ব্যাপার আছে।”

Link copied!