কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত সরকারি অনুদানের স💖িনেমা ‘শ্রাবণ জোৎস্নায়’ মুক্তি পেতে যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি। ২০২০-২১ অর্থ বছরে অন🎃ুদানের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন এ সময়ের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
তামান্না সুলতানা প্রযোজনায় এটি নির্মাণ করেছেন আব্দুস সামাদ খোকন। গেল বছর কলকাতার প♚ঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।
নিꦏর্মাতা আব্দুস সামাদ খোকন বলেন, ‘১৬ ফেব্রুয়ারি সিনেমাটি প্রে🐼ক্ষাগৃহে মুক্তি পাবে। মুক্তি উপলক্ষে সোমবার প্রকাশ হয়েছে সিনেমার ট্রেলার।এ সিনেমা বারবার দেখতে ইচ্ছে করবে দর্শকের। সিনেমাটি দেখার পর দর্শক মুগ্ধ হবেন।’
সিনেমায় দীঘি ছাড়াও অভিনয় করেছেন নূর বাপ্পা শান্তনু☂, মুনমুন আহমেদ, সুব্রত বড়ুয়া, মাসুম বাশার, মিলি বাশারসহ অনেকে।