• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৪ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দক্ষিণি সিনেমায় অভিষেক হচ্ছে ধোনির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩, ০৫:০৩ পিএম
দক্ষিণি সিনেমায় অভিষেক হচ্ছে ধোনির

ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বর্তমানে জাতীয় দল থেকে দূরে থাকলেও সিনেমা নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন। ধোনির প্রযোজনা প্রতিষ্ঠান ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত প্রথম তেলেগু সিনেমা ‘এলজি🧸এম’ (🤡লেটস গেট ম্যারিড) নিয়ে হাজির হচ্ছেন এই তারকা ক্রিকেটার।

জানা গেছে,  সিনেমার গল্পটি ধোনিপত্নী সাক্ষীর মস্তিষ্কপ্রসূত। চিত্রনাট্য লিখেছেন রমেশ থমিলমানি। রোমান্স, কমেডি আর নানা চমকে ভরপুর তেলেগু সিনেমাটি। এই সিনেমায় একটি ক্যামিও ♈চরিত্রে অভিনয় করতে পারেন ধোনি।

এদিকে ‘এলজিএম’ সিনেমার ট্রেলার মুক্তির পর থেকে দারুণ সাড়া ফেলেছে। সিনেমার মূল চরিত্রে আ𝓀ছেন হরিশ কল্যাণ ও ইভানা। এ ছাড়া যোগী বাবু, নাদিয়া আর আরজে বিজয়কে অন্যান্য চরিত্রে দেখা যাবে। ধোনি প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন রমেশ থমিলমানি।

সিনেমাটি প্রসঙ্গে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনি বলেন, ‘‘এই ছবির অভিনেতারা দুর্🗹দান্ত কাজ করেছেন। এটি একটি পারিবারিক বিনোদনমূলক ছবি। আমি আমার মেয়ের সাথে এটি দেখতে পারি। ওর বয়স চার বছর, কিন্তু সিনেমাটি দেখলে সে আনন্দ পাবওে।’’

 

 

 

Link copied!