• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সৃজিত-চঞ্চলের ‍‍‘পদাতিক‍‍’ ঢাকার চলচ্চিত্র উৎসবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০২:২৭ পিএম
সৃজিত-চঞ্চলের ‍‍‘পদাতিক‍‍’ ঢাকার চলচ্চিত্র উৎসবে
‘পদাতিক’ পোস্টার, সৃজিত মুখার্জি ও চঞ্চল চৌধুরী

নতুন বছরের ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।  এবারের আসরে কলক💜াতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত ও দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমাটি অংশ নেবে উৎসবের ‍‍`সিনেমা অব দ্য ওয়ার্ল্ড‍‍` বিভাগে। উপমহা🐼দেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেনকে নিয়ে নির্মিত হয়েছে এই ছবি।

সামাজিক মাধ্যಞমে বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ রেইনবো চলচ্চিত্র সংসদ। ইতিমধ্যে বিভিন্ন বিভাগের চলচ্চিত্র বাছাই সম্পন্ন হয়েছে। বাকিগুলোর বাছাই প্রক্রিয়াও চলমান।

এবারের ২৩তম উৎসবের জন্য বিভিন্ন বিভাগের কয়েকটি ছবি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরমা বিভাগে এখন পর্যন্ত ৮টি ছবি চূড়ান্ত করা হয়েছে। এগুলো হলো কুসুম সিকদারের ‘শরতের জবা’, ম💮েহেদী রনির ‘এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, নিয়ামুল হাসান মুক্তার ‘রক্ত জবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ও তৌফিক এলাহির ‘নীলপদ্ম’। এ ছাড়া দেশের প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে।

এশিয়ান কম্পিটিশন বিভাগে রয়েছে ‘ড্রিমিং অ্যান্ড ডায়িং’ (ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর), ‘হোয়েন দ্য ওয়া🀅লনাট লিভস টার্ন ইয়েলো’ (তুরস্ক), ‘ডিল অ্যাট দ্য বর্ডার’ (কিরগিস্তান) ইত্যাদি।

স্পিরিচুয়াল 💛বিভাগে নির্বাচিত হয়েছে ‘কালাচক্র’ (রাশিয়া), ‘রেইজ মি আ মেমোরি’ (এস্তোনিয়া), ‘মন্টে☂ ক্লারজিও’ (পর্তুগাল), ‘আওয়ার মেমোরিজ’ (ফ্রান্স), ‘আওয়ার মাদার’ (ইতালি) ইত্যাদি।

এ ছাড়া  এবারও ভেন্যু হিসেবে জাতীয় জাদুঘরের পাশাপাশি থাকছে শিཧল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন। উৎসব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। 

Link copied!