বাংলাদেশে ভালোই সময় কাটালেন কলকাতার অভিনেত্রী ইꦺধিকা পাল। এরই মধ্যে ঢাকার একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন এই প্রিয়তমা খ্যাত এই অভনেত্রী। সেখানে ব্যক্তিগত জীবন ও কাজের ব্যস্ততা নিয়ে কথা বলেন ইধিকা।
সংবাদকর্মী: প্রেম করছেন কিনা?
ইধিকা: আমার জীবনে এখনো কেউ আসেনি। এলে 🅰ঘোষণা দেব। প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। ক্যারিয়ার নিয়ে একটু বেশি ভাবছি বলে হয়তো মাথায় আসেনি।
সংবাদকর্মী : কেমন ছেলে পেলে প্রেম করবেন?
ইধিকা: আমি চাই ꧑আমার প্রেমিক𒁃 মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।
সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্♎টের শোরুম উদ্বোধন করেন ইধিকা। এরপর ফরিদপুরে একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নেꦰওয়ার কথা ছিল তার।
গেল ঈদুল আজহাতে ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে🔯ন এই অভিন♍েত্রী।