• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বলিউডে ‘দলাদলি’ ওপেন সিক্রেট : তাপসী পান্নু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৩, ০৩:৪৪ পিএম
বলিউডে ‘দলাদলি’ ওপেন সিক্রেট : তাপসী পান্নু

বলিউডে তাপসী পান্নু সেইসব তারকাদের মধ্যে একজন, যিনি বলিউডে পায়ের তলার জমি শক্ত করতে সাহায্য পাননি কোনো গডফাদারের। নেপোটিজম নিয়ে অনেকেই বারবার সরব হয়েছেন। তার মধ্যে তিন🧸িও একজন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে বিভিন্ꦬন শিবির নিয়ে ফের নিজের মতামত প্রকাশ করলেন তাপসী। তিনি বলেন, বলিউডে যে দলাদলি আছে সে কথা একপ🔜্রকার ওপেন সিক্রেট। ফলে, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে, এই দলাদলিতে আমার ক্যারিয়ারে কোনো প্রভাব পড়েনি।

তাপসী আরও বলেন, দল সব জায়গাতেই থাকে। বন্ধুদের মধ্যেও অনেক সময়ে অনেক দল থাকে। কিন্তু সেই দল ▨যদি অন্য কাউকে তার যোগ্য সুযোগ থেকে বঞ্চিত করে তবেই তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

বলিউডে এক দশক কাটিয়ে ফেলার পর আর কাউকে নিয়ে কোনোরকম রাগ পুষে রাখতে চান না তাপসী। সকলে সমান সু꧂যোগ পাক এবং নিজের কাজে সফল হোক এটাই চান তিনি। এই কেরিয়ার শুরুর আগেই তিনি জানতেন যে তার এই যাত্রাপথ খুব একটা মসৃণ হবে না। ফলে, সেই মতো প্রস্তুতি নিয়েই তিনি শুরু করেছিলেন অভিনয়ের জগতে পথ চলা, জানালেন তাপসী।

 

 

 

Link copied!