আলোচিত মডেল ও অভিনেত্রী সাফা কবিরকে জড়িয়ে ধরলো বিশাল হাতি। সেই বিশেষ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক গুছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে সাদা রঙ্গের গাউন পরে আছেন সাফা এবং হাতি তাঁকে জড়িয়ে ধরতে দেখা গ▨েছে।
ছবিগুলোর ক্যাপশনে সাফা লিখেছেন লিখেছেন, ‘শুধু আমার আগ্রহ দেখুন, আমি তাদের সঙ্গে দেখা করে খুব খুশি ছিলাম। হাতি আমাকে এমন ভাবে জড়িয়ে ধরেছিল যা আমার ক༒াছে চমৎকার লেগেছে। আমি শুনেছি হাতি নাকি শক্তি, ক্ষমতার প্রতীক। হাতিদের এই আলিঙ্গন সত্যিই শক্তি এবং সমবেদনার প্রতীক। এই আলিঙ্গনের মুহুর্তটি আপনার ভালবাসা এবং উপলব্ধি দেখানোর একটি উপযুক্ত উপায় হতে পারে।’
স🌸াফা মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও এখন ব্যস্ত টিভি নাটকে। পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজেও। এই ব্যস্ততার মাঝেই🍸 বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়াতে পছন্দ করেন।
গত বছর ক্যারিয়ারের দশ বছর পার করছেন সাফা। এছাড়া꧋ও, বছরজুড়ে টিকটকে আলোচিত ও জনপ্রিয় ভিডিও নির্মাতাদের শীর্ষ তালিকায় ছিলেন সাফা কবির। নতুন বছরে ‘লটারি’ শিরোনামের ওয়েব সিরিজে দেখা যাবে তাকে।