• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০, ৯ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ের পর ভক্তদের নতুন খবর জানালেন তাহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ১১:১০ এএম
বিয়ের পর ভক্তদের নতুন খবর জানালেন তাহসান

বিয়ের পরপরই ভক্তদের নতুন খবর জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান রহমান খান। ‘একা ঘর আমার’ শি‌রোনা‌মে নতুন 𝓰গান নি‌য়ে এলেন তাহসান। সোমবার রা‌তে গুলশা‌ন ১-এর এক রেস্তোরাঁয় গান‌টি প্রকা‌শিত হ‌য়ে‌ছে।

অনুষ্ঠা‌নে তাহসান ব‌লেন, ‘প্রতিবছরই কা‌জের প‌রিকল্পনা ক‌রি। এ বছর অনেক বে‌শি গা‌নের প‌রিকল্পনা ক‌রে‌ছি। এর ম‌ধ্যে চারটা গান ক‌রে‌ছি। এর ম‌ধ্যে একা ঘর আমার প্রকা‌শিত হ‌লো। গানটা বে🐻ঁচে থা‌ক‌বে। গানটা হয়‌তো দেশজুড়ে তোলপাড় কর‌ব🅺ে না; কিন্তু গানটা বেঁচে থাক‌বে।’

শনিবার (৪ জানুয়ারি) বিয়ের খবর দেন তাহসান। এরপর থে‌কে সামাজিক মাধ্যমে ♒ট্রেন্ডিংয়ে র‌য়ে‌ছেন তিনি। ফ‌লে গান ছা‌পি‌য়ে বি‌য়ে নি‌য়েও একা‌ধিক প্রশ্ন ক‌রে‌ছেন সাংবা‌দি‌কেরা।

স্ত্রী রে💧াজা আহ‌মে‌দের কোন বিষয়‌টি ভা‌লো লা‌গে, এ প্রশ্নে তাহসান ব‌লেন, ‘আ♕মি একজন সাধা‌রণ মানুষ। বিষয়‌টি নি‌য়ে কথা ব‌লে ন্যাশনাল ইস্যু হ‌তে চাই না। ধন্যবাদ।’

তাহসানের স্ত্রীকে নিয়ে প্রাক্তনের গুরুতর অভিযোগ

এর ম‌ধ্যে‌ বি‌য়ের অনুভূ‌তি চান‌ এক সাংবা‌দিক। বিষয়‌টি নি‌য়ে তাহসা𒁏নের ছোট্ট উত্তর, অনুভূ‌তিটা অসাধারণ।

বি‌য়ের পর সামা‌জিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন এসেছে, সেটা নি‌য়ে কী বল‌বেন? আরেক প্রশ্নে তাহসা‌নের ভাষ্য, ‘আমি শুভাকাঙ্ক্ষী‌দের ভা‌লোবাসা পা‌চ্ছি, এটা নি‌য়ে আ‌মি খুবই আনন্দিত। সব দে‌শেই নে‌গে‌টি‌ভি‌টি থা‌কে, আমা‌দের দে‌শে একটু বে‌শি চর্চা হয়। কাট‌তির জন্য এটা ঘ‌টে। আমার কাজ গান করা, গান ক‌রে য🍸াব।’

‘একা ঘর আমার’ শিরোনামে গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। ‘গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন, সুরও বেঁধেছেন তাহসান। দ্বৈত গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। সংগীতা‌য়োজন ক‌রে‌ছেন সা‌জিদ সর📖কার।

অনুষ্ঠা‌নে সংগীত‌শিল্পী সিঁথি সাহা ব‌লেন, তাহসান ভাইয়া যেমনটা বল‌ছি‌লেন, প্রেম যত‌ দিন থাক‌বে, স্যꦰাড‌নেস তত‌ দিন থাক‌বে। এই গানটাও স্যাড রোমা‌ন্টিক।✨ চমৎকার এক‌টি গান।’

অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হো‌সেন ব‌লেন, গান‌ট♉ি ভা‌লো হ‌য়ে‌ছে। গানটা ক‌রার জন্য তাহসান ভাইকে ধন্যবাদ। সিঁথি‌কে ধন্যবাদ।  অনুষ্ঠা‌নে সা‌জিদ স‌রকারসহ অনে‌কে উপ‌স্থি‌ত ছি‌লেন।

Link copied!