• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী সিমলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০৫:১৪ পিএম
বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী সিমলা
অভিনেত্রী সিমলা , ছবি: সংগৃহীত

বিয়ের জন্য পাত্র খুঁজছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সিমলা। ১৯৯৯ সালে নিজের প্রথম সিনেমা ‘ম্যাডাম ফুলি’ দিয়ে সিনেমা প্রাঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছিলেন তিনি🔯। পেয়েছিলেন সেরা অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। পর্দায় অনিয়মিত হয়ে পড়াতে সিমলাকে নিয়ে আলোচলাও হয়না তেমন। তবে, হঠাৎ করেই আবার আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রীඣ।

গোপনে ২০১৮ সালে পলাশ আহমেদ নামের একজনের সঙ্গে বিয়ে হয় সিমলার। পরের ﷽বছর একটি উড়োজাহাজ ছিনতাইচেষ্টার পর কমান্ডো অভিযানে নিহত হন পলাশ। আর বিয়ে করেননি তিনি। তবে ব🌳িয়ের জন্য পাত্রের খোঁজে আছেন বলেও জানালেন এই নায়িকা।  

সম্প্রতি সং🌳বাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎ✤কারে সিমলা জানান, বারবার তো ভুল করা যাবে না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করতে হবে। তবে এখন আমার একটু পরিণতি স্বামী দরকার। সেই সন্ধানেই আছে পরিবার।

বর্তমানে মাকে সঙ্গে নিয়ে রাজধানীতে তার নিজের ফ্ল্যাটেই থাকেন সিমলা। মাঝেমধ্যে মাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যান। গ্রামে ভাই🍰-বোন♎ের সঙ্গে সময় কাটান। এভাবেই দিন যাচ্ছে তার।

সিমলা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘দক্ষিণ দুয়ার’ ন𒊎ামের নতুন একটি সিনেমা। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমায় কাজ কর⛎েন তিনি। এতে সিমলার সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

Link copied!